রামগতিতে এসএসসি সমমানে পাস ৭৩.৯০শতাংশ, জিপিএ-৫ ৪৮জন Sarwar Sarwar Miran প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৫ সারোয়ার মিরন: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ২০২৫সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৫২.৬৩শতাংশ। অন্যদিকে দাখিল পরীক্ষায় পাশের হার ৭৮.৯৬% এবং কারিগরি ভোকেশনাল শাখায় পাসের হার ৮৭.১৩%। ১০জুলাই বৃহস্পতিবার দুপুরে শিক্ষাবোর্ডগুলো কতৃর্ক ঘোষিত ফলাফল বিশ্লেষনে এ বিষয়ে বিস্তারিত জানা গেছে। সব মিলিয়ে রামগতিতে গড় পাসের হার ৭৩.৯০শতাংশ। রামগতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসূত্রে জানা গেছে- এ উপজেলা এসএসসি পরীক্ষার দুটি কেন্দ্রে অংশ নিয়েছে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ২হাজার ২শ ৬৩জন পরীক্ষার্থী, উত্তীর্ণ হয়েছে ১হাজার ১শ ৯১জন। এ-প্লাস বা জিপিএ-৫ পেয়েছে ৪৩জন শিক্ষার্থী। অন্যদিকে, দাখিল পর্যায়ে ১টি পরীক্ষা কেন্দ্রে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে অংশ নিয়েছেন ৬১৮জন পরীক্ষার্থী। উত্তীর্ণ হয়েছে ৪৮৮জন। এ-প্লাস বা জিপিএ ফাইভ পেয়েছে ৪জন শিক্ষার্থী। এছাড়াও কারিগরি ভোকেশনাল শাখায় ৪টি প্রতিষ্ঠানের দুটি পরীক্ষা কেন্দ্রে অংশ নিয়েছে ১৭১জন পরীক্ষার্থী। উত্তীর্ণ হয়েছে ১৪৯জন। জিপিএ ফাইভ পেয়েছে ১জন শিক্ষার্থী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসূত্রে আরো জানা যায়, পাশের হারে এগিয়ে আছে রামগতি ভাণী ভবানী কামেশ^রী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ১৯৯জন পরীক্ষার্থী। উত্তীর্ণ হয়েছে ১৫৩জন। পাশের হার ৭৬.৮৮শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১২জন শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তীর ক্ষেত্রেও উপজেলায় প্রথম হয়েছে আলোচিত এ প্রতিষ্ঠানটি। অন্যদিকে দাখিল পর্যায়ে পাশের হারে প্রথম হয়েছে চর কলাকোপা কারামতিয়া কামিল মাদরাসা। এ প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষায় ৪৮জন অংশগ্রহন করে উত্তীর্ণ হয়েছে ৪৬জন শিক্ষার্থী। পাশের হার ৯৫.৮৩শতাংশ। এছাড়াও কারিগরি ভোকেশনাল শাখায় পাশের হারে প্রথম হয়েছে বালুরচর উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে ৪১জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়ে ৩৯জন শিক্ষার্থী। পাশের হার ৯৫.১২শতাংশ। এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তীতে এগিয়ে আছে রামগতি ভানী ভবানী কামেশ্বরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ১২জন। দাখিলে দুটি করে জিপিএ-৫ পেয়েছে চর আলেকজান্ডার কামিল মাদরাসা এবং রামগতি রব্বানীয় ফাজিল মাদরাসা। কারিগরি শাখায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে রামগতি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে। এছাড়াও আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৮জন, চরসীতা তোরাব আলী উচ্চ বিদ্যালয় থেকে ৬জন, রাস্তারহাট হাজী এ গফুর উচ্চ বিদ্যালয় থেকে ৪জন, বিবিরহাট রশিদীয়া উচ্চ বিদ্যালয় ৪জন, বালুরচর উচ্চ বিদ্যালয় ৪জন, চরমেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয় ২জন, আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ১জন, চর আফজল আজাদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ১জন, সেবাগ্রাম ফজলুর রহমান উচ্চ বিদ্যালয় থেকে ১জন। রামগতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দিদার হোসেন ফলাফল সম্পর্কে জানান, পাসের হার সন্তোষজনক। তবে ভবিষ্যতে পাশের হার যেন আরো বৃদ্ধি পায় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। SHARES উপকূল বিষয়: