মসজিদের জন্য অনুদান হস্তান্তর করলেন সমন্বয়ক রাকিব Sarwar Sarwar Miran প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৫ দেশালোক: বন্ধু-বান্ধবসহ বিভিন্ন পক্ষ থেকে সংগ্রহ করে মসজিদে ৬০হাজার টাকা অনুদান দিয়েছেন সমন্বয়ক রাকিব হোসেন। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ছিদ্দিকিয়া দাখিল মাদরাসা ও হাজীগঞ্জ বাজার জামে মসজিদে এ অনুদান দিয়েছেন তিনি। জুলাই গনঅভ্যুত্থানের ছাত্র সমন্বয়ক ও ঢাকা কলেজর শিক্ষার্থী রাকিব হোসেন ১১জুলাই (শুক্রবার) জুমার নামাজ শেষে মসজিদ পরিচালনা কমিটির হাতে অনুদানের টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা এনসিপি’র আহবায়ক আবু বকর ছিদ্দিক মোঃ আলমগীর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্য মিনহাজুল ইসলাম রাজু, উপজেলা এনসিপি’র যুগ্ম আহবায়ক মামুন বিল্লাহসহ অন্যান্যরা। নামাজ শেষে মুসল্লী ও দেশবাসীকে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে দোয়া চান তিনি। এ সময় তিনি বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনা পতন পরবর্তী আমি আজ রাকিব হোসেন। নিজেকে ১৬০জন সমন্বয়কের একজন দাবি করে বলেন, আমিও আহত হয়েছি এবং জেল খেটেছি আপনাদের সন্তান হিসেবে পাশে থেকে সেবা করতে চাই- এজন্য আপনাদের কাছ থেকে দোয়া নিতে এসেছি। অনুদান প্রদানের বিষয়টি নিয়ে বলেন, আমার কোন চাকুরি নেই। আমি এখনো ছাত্র। মসজিদের বিষয়টি বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খী, বড়ভাইদের কাছে শেয়ার করি। তখন তারা আমাকে টাকাগুলো দিয়েছে। আমি কেবল মসজিদ কর্তৃপক্ষকে হস্তান্তর করেছি। এ সময় রামগতির দু:খ ভুলুয়ার ভাঙ্গন, অবৈধ ইটভাটা উচ্ছেদ, নদী ভাঙ্গন, জলাবদ্ধতা নিরসনে প্রশাসন ও জনসাধারনের করণীয় সম্পর্কেও কথা বলা বলেন তিনি। পরে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইফতেখার শহীদ আহতদের আত্মার শান্তি ও সুস্থতা কামনা করেন এবং দেশি-বিদেশি ষড়যন্ত্রের হাত থেকে দেশকে রক্ষায় বিশেষ মোনাজাত করেন। SHARES উপকূল বিষয়: