ঈদ মোবারক: বড্ডো কঠিন সময়ে ঈদের আমেজ

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, মে ১৩, ২০২১

সারোয়ার মিরন: ঈদ মানে খুশি। এ খুশির ঈদে গতো দু বছর ধরে বাধা হয়ে দাঁড়িয়েছে কোভিড-১৯ করোনা ভাইরাস। বিশ্বব্যাপী এ মহামারী ভাইরাসের প্রকোপে মৃত্যু সংখ্যা ৩৫ লাখ ছাড়িয়েছে। খোদ বাংলাদেশে মারা গেছে দশ হাজারের মতো। এ ভাইরাস চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের চিকিৎসা ব্যবস্থার দৈন্য দশা। সৃষ্টিকর্তার করুন লীলায় মানুষ হিসেবে আমরা ঠিক কতোখানি অসহায়।

একবিংশ শতাব্দীর এ স্বর্ণ সময়ে এমন এক রোগে মারা যাচ্ছে মানুষ। ধরা যায় না, ছোঁয়াও যায়না। কি! নিদারুন চিত্র! প্রকৃতির কাছে মনুষ্য প্রচেষ্টা নস্যি! অসাড়! ফিলিস্তিনে প্রতিনিয়তই ইসরায়েলি বুলেটে পাখির মতো মারা যাচ্ছে মুসলিম। তাঁদের ধর্মীয় উপসনালয় মসজিদ জেরুজালেনের বায়তুল মোকাদ্দাসে নামাজরত মুসুল্লিদের উপর নগ্ন হামলা। পুরো ফিলিস্তিন দখলে নেয়া বিষফোঁড় রাষ্ট্র ইসরায়েল বায়তুল মোকাদ্দাসের মাত্র ১৪ একর জায়গা দখল নিতে নির্বিচারে মুসলিম নিধন করছে। বিশ্বের আরো বেশ কয়েকটি স্থানে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত। বিশ্ব বিমুখ আজ এ হত্যাযজ্ঞে। লা জবাবে সবাই। প্রতিবাদের কিংবা সহমর্মিতার ভাষাহীন বিশ্ব মোড়লরা।

প্রতিবেশি দেশ ভারতে করোনায় প্রতিদিনই আক্রান্ত হচ্ছে লাখের উপর। মারা যাচ্ছে তিন চার হাজার মানুষ। পুরো ভারত জুড়ে হাহাকার। বাংলাদেশে চলছে কঠোর লকডাউন। দুরপাল্লার গণবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও শহরের মানুষ গ্রামে ছুটছে ঈদ করতে। পরিবার পরিজনের সাথে আনন্দ ভাগাভাগি করতে। বহু কাঠখড় পুড়িয়ে গ্রামমুখী জনতার ঝড়। সেখানেও মৃত্যু নামের খড়্গ। কন্টাকীর্ণ এ পথচলায় ত্রিশের মতো জীবন কেড়ে নিয়েছে অপ্রত্যাশিত ঘটনা দুর্ঘটনা।

আমরা আজ এমনই এক সময়ে ঈদ উদযাপন করতে যাচ্ছি যখন বিশ্ব প্রান ক্রমাগত সংকীর্ন! উষ্ঠাগত। প্রানভরে পারছিনা শ্বাস নিতে। কোলাকুলি করতে। পারছিনা স্বাধীন ভাবে চলতে ফিরতে। উচ্চস্বরে হৈ হুল্লোড করতে। এমন তো হওয়ার কথা ছিল না! আমরা তো একটা বাসযোগ্য পৃথিবী বিনির্মানের সমূহ চেষ্টায় লিপ্ত আছি। তারপরে কেন প্রকৃতির এ অমোঘ খেলা। যা আমাদের প্রানোচ্ছল উচ্চাস কেডে নিয়েছে। আমরা এ কোন সময়ে পা রেখে চলেছি!

হে আল্লাহ! আমাদের যাবতীয় সংকীর্নতা ও অসংলগ্ন আচার আচরন মার্জনা করে আমাদের আগের পৃথিবী ফিরিয়ে দাও! আমরা ফিরে যেতে চাই স্বাধীন ও নিরোগ পদচারনায়। পবিত্র রমজান মাসের  সিয়াম সাধনা এবং ছোট খাটো সব আমল আখলাকের বদলৌতে আমাদের ক্ষমা করো। আমরা আর সইতে পারছিনা। আমাদের মুক্ত করো।

ঈদের এ খুশি আমরা ছড়িয়ে দিতে চাই পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত। যে খুশির ছোঁয়ায় বদলে যাবে বিশ্ব। ক্ষুধা ও দারিদ্র নিরোগ নিরাপদ বাসযোগ্য হবে এ বিশ্ব। ঈদের খুশি তামাম জাহানের সবার মাঝে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি। সবাইকে ঈদ মোবারক।

-লেখক: সম্পাদক, দেশালোক ডটকম।