রামগতিতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২১

 

দেশালোকঃ

রামগতি থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং সেল এর উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ এর বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ অক্টোবর, শনিবার রামগতি থানার অফিসার ইনচার্জ ও রামগতি কমিউনিটি পুলিশিং এর প্রধান সমন্বয়ক মোহাম্মদ সোলাইমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা এসএম শান্তুনু চৌধুরী,  সহকারি কমিশনার (ভূমি) আবুল হাসনাত খান, রামগতি পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মমিনুল হক, চরআলগী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটন চৌধুরী, রামগতি উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি সোয়েব খন্দকার, সাধারন সম্পাদকসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ ও সর্বসাধারন।

 

সভায় অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান  তিনি কমিউনিটি পুলিশিং এর গুরুত্ব ও ভূমিকা উপস্থাপন করেন। তিনি বলেন কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ ও জনসাধারনের মধ্যে এক ধরনের সোহার্দপূর্ণ মনোভাব সৃষ্টি হয়েছে, যেকোন অপরাধই কমিউনিটি পুলিশিং এর সহায়তায় পুলিশ খুব সহজে নিবারন করতে পারে এবং মাঠ পর্যায়ে পুলিশ ও জনতা সমন্বয়পূর্বক কাজ করতে পারবে। আইন শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।