রামগতিতে পতাকা উত্তোলন দিবস পালন

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, মার্চ ২, ২০২২

দেশালোক:
১৯৭১ সালে ২মার্চ তৎকালীন ঢাকসু ভিপি আসম আবদুর রব ঢাকা বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে মহান স্বাধীনতার প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। এ দিবসটি উদযাপনে রামগতিতে র‌্যালী এবং আলোচনা সভা করেছে রামগতি উপজেলা জেএসডি (জাতীয় সমাজতান্ত্রিক দল) , যুব পরিষদ এবং অঙ্গসংগঠন।

২ মার্চ, বুধবার বিকেলে উপজেলার আলেকজান্ডার বাজারস্থ পতাকা ভবন মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার পূর্বে র‌্যালীটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

প্রধান অতিথি ছিলেন উপস্থিত জেএসডি কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ আবদুল মোতালেব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ হারুনুর রশিদ বাবুল, লক্ষ্মীপুর জেলার সহ—সভাপতি আবুল হাসেম মোল্লা এবং জহিরুল ইসলাম, উপজেলা সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, জাতীয় যুব পরিষদ কেন্দ্রিয় যুগ্ম আহবায়ক মুনিরুল ইসলাম মিঠুসহ, উপজেলা সভাপতি আবদুল্যাহ আল নোমানসহ প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা ২ মার্চ কে জাতীয় পতাকা উত্তোলন দিবস হিসেবে স্বীকৃতির দাবি করেন। পাশাপাশি বর্তমান সরকারের আমলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, স্বাধীনতার প্রকৃত ইতিহাস রচনা করা এবং নির্বাচনকালীন জাতীয় সরকার গঠনের দাবি জানান।

সভাপতিত্ব করেন জেএসডি উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: গিয়াস উদ্দিন। সঞ্চালনায় ছিলেন সাধারন সম্পাদক লোকমান হোসেন বাবলু।