রামগতির চর আবদুল্যাহ্তে চেয়ারম্যান প্রার্থী বেলালকে দল থেকে বহিষ্কার

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২২

দেশালোক:
বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৫নং চর আবদুল্যাহ ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক বেলাল হোসেনকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ৫নং চর আবদুল্যাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান কামাল হোসেন মঞ্জুর বিপরীতে দলীয় নির্দেশনা অমান্য করে প্রার্থী হওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়। পাশাপাশি তাকে দল থেকে বহিষ্কার করার জন্য কেন্দ্রিয় কৃষকলীগ বরাবর সুপারিশ করা হয়েছে।

গতকাল (রোববার) উপজেলা কৃষকলীগের সভাপতি আকবর হোসেন এবং সাধারন সম্পাদক ইব্রাহিম মিয়া স্বাক্ষরিত এক পত্রে এ বহিষ্কার আদেশ দেয়া হয়। উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় প্রার্থীর বিরম্নদ্ধে প্রার্থী হওয়া ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে তাকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, বেলাল হোসেন আনারস এবং আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী কামাল হোসেন মঞ্জুর নৌকা প্রতিকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করছেন। ২৭ জুলাই এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।