কবিতাঃ অপেক্ষা

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২

অপেক্ষা
— সারোয়ার মিরন

 

যদি –
আজ বিকেলের ডাকে আসতো সে চিঠি
তবে কতো শতো আশার বসতি পেত রসদ
উপচে পড়তো আমার কুঁড়ে ঘরের চার দেয়াল
উন্মাদনায় ভরে উঠতো আমার অপেক্ষার প্রহর।

যদি-
ধরা দিতো সে আলোর প্রদীপ আর মিছিল নিয়ে
বহু আগেই পাল্টে যেতো আমার আগোছালো সময়
খরায় চৌচির হওয়া অবুঝ আবেগ জাগতো সহসাই
মৌনতারা পেত সবাক হবার উচ্ছ্বল শক্তি সাহস।

নাহ! সময় এখন পক্ষে নয় বলে-
অকালেই ঝরে পড়ে হীরময় ভোরের শিশির
কোকিলের কুহু কহুও মনে হয় বিদঘুটে কা কা
শান্তির ছবকও শোনায় শ্লেষমাখা কুত্সিত বানী
দু দ্বার সংকটে পড়ে অনাগত খেয়ালি পথচলা।

সে চিঠি আর কখনোই আসেনা
অপেক্ষায় থাকতে… থাকতে…
বড্ড বেশি ক্লান্ত শরীর
আশাহীন হয়ে বাঁচে
নির্জীব জীবন।

৩১.০৮.১৮