রামগতিতে জিপিএ-৫ পেয়েছে ৮৬জন

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০২২

দেশালোকঃ

লক্ষ্মীপুরের রামগতিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৮৬জন। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে ৮১জন, দাখিলে ৩জন এবং কারিগরি ভোকেশনাল শাখায় ২জন।
উপজেলার ১৯টি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেন ২২০৫ জন, উত্তীর্ণ হন ১৯৭০জন। পাসের হার ৮৯.৩৪%।
অন্যদিকে ১৩টি মাদরাসায় ৫৫৮জন দাখিল পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয় ৪২৮জন। পাশের হার ৮৩.৩৩শতাংশ। তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের আওতায় কারিগরি ভোকেশনাল শাখায় ১২২জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১১৩জন। পাশের হার ৯২.৬২শতাংশ। আলেকজান্ডার মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১৬জন, বালুরচর উচ্চ বিদ্যালয়ে ১৪জন এবং রামগতি বিবিকে পাইলট উচ্চ বিদ্যালয়ে ১০জন, চরমেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয় ৯জন। কারিগরি (ভোকেশনাল) শাখায় শতভাগ পাশসহ দুটি জিপিএ-৫ পেয়ে উপজেলায় প্রথম হয়েছে রামগতি আছিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।