রামগতি পৌরসভায় একরাতে দুই ঘরে চুরি

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৪

দেশালোক:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর হাসান হোসেন গ্রামে একই রাতে দুই ঘরে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা মো: ইলিয়াসের একমাত্র অবলম্বন অটোরিকসাটি চোরে নিয়ে যায়। অন্যদিকে একই সময়ে ঐ এলাকার বাসিন্দা ফরহাদ উদ্দিনের ঘর থেকে সোলার সিস্টেমের ৬০ওয়ার্টের একটি ব্যাটারি নিয়ে গেছে চোরে।

ভুক্তভোগী এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা আলী আহম্মদের ছেলে মো: ইলিয়াস রাত সাড়ে দশটার দিকে তার অটো-রিকসাটি বসতঘরের পাশে থাকা বারান্দায় চার্জে লাগিয়ে ঘুমাতে যান। সকালে উঠে দরজা ভাঙ্গা দেখতে পেয়ে বারান্দায় গিয়ে দেখেন অটোরিকসাটিও নেই। ভুক্তভোগী ইলিয়াস জানান, এতে তার ১লক্ষ ২০হাজার টাকার ক্ষতি হয়ে গেছে। আয়ের একমাত্র হাতিয়ার চুরি হয়ে যাওয়ায় না খেয়ে মরতে হবে।

অন্যদিকে একই এলাকার পাশ^র্বর্তী বাড়ির বাসিন্দা মো: আবুল কাশেমের ছেলে ফরহাদ হোসেন এর ঘরে সিঁদকেটে সোলার সিস্টেমের ব্যাটারিসহ বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র নিয়ে যায় চোর। ফরহাদ হোসেন জানান, চোর প্রথমে ঘরের সামনে দিয়ে সিঁদ কাটে। প্রবেশ করতে না পেরে পেছনের অংশ দিয়ে পুনরায় সিঁদ কেটে ঘরে প্রবেশ করে তার সোলারের ব্যাটারিসহ বেশ কিছু জিনিসপত্র নিয়ে যায়।

স্থানীয় কাউন্সিলর মো: ফারুকুল ইসলাম বাবলু জানান, চুরির বিষয়টি ভুক্তভোগীরা জানিয়েছে। তাদেরকে আইনী সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রামগতি থানার অফিসার ইনচার্জ মো: মোসলেহ উদ্দিন জানান, চুরির বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।