রামগতিতে জেএসডির ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন Sarwar Sarwar Miran প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২৪ দেশালোক: জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতিতে আলোচনা সভা ও র্যালি করেছে উপজেলা জেএসডি। বৃহস্পতিবার সন্ধ্যায় বিকেলে আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা জেএসডি সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জেএসডি সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুনুর রশীদ বাবুল। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর জেএসডি সভাপতি জহিরুল ইসলাম নৌশাদ, উপজেলা জেএসডির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফাহিম, স্বেচ্ছাসেবক পরিষদের আহবায়ক আবদুল্যাহ আল নোমান, উপজেলা যুব পরিষদের সভাপতি হান্নান হাওলাদার, শ্রমিক জোটের আহবায়ক মো: সিদ্দিক উল্যাহ, জেএসডি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফুল ইসলাম রিয়াজসহ প্রমুখ নেতৃবৃন্দ। এর আগে উপজেলার ৮টি ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন এলাকা মিছিল ও শ্লোগানে শ্লোগানে হাজারো নেতাকর্মী আলেকজান্ডার পতাকা ভবনে হাজীর হতে থাকে। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি আলেকজান্ডার বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। SHARES উপকূল বিষয়: