রামগতি আছিয়া বালিকা পাইলটে ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০

 

দেশালোক: রামগতি উপজেলার (রামগতি বাজারস্থ) ঐতিহ্যবাহী এবং প্রাচীন নারী শিক্ষা প্রতিষ্ঠান রামগতি আছিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী (ছাত্রী) ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ২০২১ ‍শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনি, নবম শ্রেনির বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং মানবিক শাখায় ছাত্রীরা ভর্তি হতে পারবে।

এছাড়াও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে একই শিক্ষাবর্ষে নবম শ্রেনির ভোকেশনাল শাখায় কম্পিউটার এবং ড্রেসমেকিং ট্রেডে শুধুমাত্র ছাত্রীরাও ভর্তি হতে পারবে। এ ভোকেশনাল শাখায় যে কোন সালে ৮ম শ্রেনি উত্তীর্ন ছাত্রীরা ভর্তি হওয়ার সুবিধা পাবে।

সরকার নির্দেশিত ফি জমা দিয়ে ভর্তি আবেদন ফর্ম নেয়া যাবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। ৩১ ডিসেম্বর লটারীর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।যথাযথ যোগ্যতা সম্পন্ন ছাত্রীরা বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে ভর্তি ফর্ম নিতে পারবে।

বিদ্যালয়টি ১৯৬৮ সালে প্রতিষ্ঠা হয়। এর দু বছর পরই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম শুরু করে। স্কুল কোড: ১২৭২।