রামগতি পৌরসভা: ৯নং ওয়ার্ডে টানা সিঁধেল চুরি

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২১
সিঁধকাটার ছবি। ক্ষতিগ্রস্তের বাড়ি থেকে তোলা। ছবিঃ যোবায়ের হাসান

দেশালোক: রামগতি পৌরসভার নয় নং ওয়ার্ডের একাধিক বাড়িতে টানা সিঁধেল চুরির ঘটনা ঘটেছে।

১৫ ফেব্রুয়ারি (সোমবার) দিবাগত রাতে তিনটি বাড়িতে এমন চুরির ঘটনা ঘটে।

আহম্মদ ব্যাপারীর বাড়ির মো: কামাল হোসেন এর ঘরের ভিটির মাটি কেটে (হিং) গভীর রাতে চোর হানা দেয়। স্বর্ণালংকার নগদটাকা সহ প্রায় ষাট হাজার টাকা নিয়ে যায়। ঘরের হাড়ি পাতিল রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়।

পাশ্ববর্তী অন্য আরেকটি বাড়ি থেকে মোবাইলসহ বেশ কিছু মালামাল নিয়ে যায়। একই রাতে স্থানীয় লুজার বাজারের একটি বাড়িতেও চুরির অভিযোগ পাওয়া গেছে।

১৭ ফেব্রুয়ারি (বুধবার) রাতে চুরি হয় খায়ের মাঝির বাড়িতে। নগদ চল্লিশ হাজার টাকা, দুটি স্মার্টফোন, ফার্মেসীর ঔষধ, অন্যান্য মালামালসহ প্রায় সত্তর হাজার টাকার মালামাল নিয়ে যায়।

এসব চুরির ঘটনার অভিযোগে থানায় করা হয়েছে দুটি সাধারন ডায়েরি।

ক্ষতিগ্রস্থ কামাল হোসেন জানান, নির্বাচনী প্রতিহিংসার জেরে এ চুরি হয়ে থাকতে পারে।আমরা আইনী ব্যবস্থা গ্রহন করবো।

আবুল খায়ের মাঝি’র ছেলে মনির হোসেন জানান, মাদকাসক্ত এবং জুয়াড়িরা এ চুরির কাজ করেছে। এ বিষয়ে থানায় সাধারন ডায়েরি করার উদ্যোগ নিয়েছি।

নব নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর ফারুকুল ইসলাম বাবলু জানান, এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আমি এসব ঘটনার পেছনের যারা তাদের খুঁজে বের করে আইনের হাতে সোপর্দ করবো।

বর্তমান কাউন্সিলর মাওলানা আবদুর রহিম জানান, আমি চুরির ঘটনা শুনে ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেছি। এব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।