রামগতিঃ বালুরচর এক্স স্টুডেন্ট ফোরামের শুভ সূচনা

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, মে ১৭, ২০২১

দেশালোকঃ সমাজের পিছিয়ে থাকা মানুষদের সামনে এগিয়ে নিতে সাহায্যের সাঁকো হওয়ার প্রত্যয় নিয়ে  ১৪ই মে ২০২১ তারিখ বালুরচর উচ্চ বিদ্যালয় হল রুমে বালুর চরের বর্তমান এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে এক সাধারণ সভায় এ সংগঠনের আত্বপ্রকাশ ঘটে। সংগঠনটির নাম ‘বালুর চর এক্স স্টুডেন্ট ফোরাম’৷

ইদের ২য় দিন (শনিবার)বালুরচর উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ ব্যাচের প্রাক্তন ছাত্র আশরাফুল আলম নয়ন এর সঞ্চালনায় এক অনুষ্ঠানে এ সংগঠনের ঘোষণা দেন নীতিনির্ধারণী  পরিষদের অন্যতম সদস্য আসাদুজ্জামান আসাদ।
২০০১ ব্যাচের মাহবুবুল আলম দিদারকে সভাপতি ও ২০০৬ ব্যাচের মোরশেদ আলম সামিরকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য কার্যকরী কমিটির অনুমোদন দেন ১১ সদস্যের নীতিনির্ধারণী কমিটি। কমিটির পক্ষে আশরাফুল আলম নয়ন তার বক্তব্যে সদস্য অন্তর্ভুক্তির নিয়মনীতি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘ বালুর চরের যেকোন শিক্ষার্থী যারা সমাজের জন্য নিবেদিত প্রান হয়ে কাজ করতে চায় তারাই এ ফোরামের সদস্য হতে পারবে৷ এক্ষেত্রে বালুর চরের স্থায়ী বাসিন্দা বা বালুর চর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার কোন বাধ্যবাধকতা নেই। “
সংগঠনের আগামী এক বছরের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে সাধারণ সম্পাদক মোরশেদ সামির জানান, ” সমাজের উন্নয়নে বাস্তবিক অর্থে এমন কিছু আমরা করতে চাই যা দীর্ঘ মেয়াদী ফসল হিসেবে কাজ করবে। আমরা আশা করি সমাজ পরিবির্তনে উল্লেখযোগ্য ভুমিকা রাখবে এ  যাত্রা”।
-বিজ্ঞপ্তি