বিজয় দিবস উদযাপন ও এমপিও দাবিতে নোয়াখালীতে অনার্স শিক্ষকদের আলোচনা সভা

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২১

দেশালোক:
মহান বিজয়ের ৫০বছর পূর্তি উদযাপন এবং এমপিওভূক্তির দাবিতে নোয়াখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি কলেজ সমূহে কর্মরত তিন হাজার শিক্ষককে  এমপিও দাবিতে এ সভার আয়োজন করে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন নোয়াখালী শাখা।
১৮ ডিসেম্বর শুক্রবার বিকেলে মাইজদী শহরের নোয়াখালী পাবলিক কলেজ এর শিক্ষক মিলনায়তনে এ সভায় নোয়াখালী জেলায় ছয়টি অনার্স-মাস্টার্স কোর্সে পাঠদানরত ননএমপিও শিক্ষকরা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মো: সাহাব উদ্দিন, সাধারন সম্পাদক মো: জহিরুল ইসলাম, সহসভাপতি জোবায়দা সুলতানা, সারোয়ার হোসেন মিরন, সাংগঠনিক সম্পাদক মো: কামাল হোসেন, মারজাহান আক্তার, হালিমা বেগম, ছেলামত উল্যাহ, তাহমিনা সুলতানা, মো: জামশেদ আলী, মাইন উদ্দিন, আবদুর রাজ্জাকসহ অন্যান্য শিক্ষকগণ।
সভায় বক্তারা স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরন করেন। বিজয় দিবসের এ সূবর্নজয়ন্তীতে ননএমপিও শিক্ষকদের যেন রুটি রুচির স্থায়ী পূর্নতা পায় সে বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন।

তারা জানান,  দেশের উচ্চ শিক্ষার সিংগভাগ পাঠদানকারী বেসরকারি কলেজ সমূহের প্রায় তিন হাজার ননএমপি অনার্স-মাস্টার্স শিক্ষক দীর্ঘ ত্রিশ বছর ধরে কর্মরত থেকেও এমপিও পাচ্ছেন না। সরকারি বেতন ভাতা না পাওয়া তারা মানবেতর জীবন যাপন করছেন। দ্রুত এসব শিক্ষকদের এমপিভূক্তির দাবি জানান তারা।