রামগতিতে সড়ক ধসে খালে : ভাঙ্গনের মুখে কমিউনিটি ক্লিনিক

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪

দেশালোক:

অস্বাভাবিক জোয়ার ও খাল খননের প্রভাবে লক্ষ্মীপুরের রামগতিতে কালীর খালের দুপাশের সড়ক ভেংগে যাওয়ায় দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। উপজেলার চরআলগী ইউনিয়নের চর হাসান হোসেন গ্রামের ৬নং ওয়ার্ডের কালির খালের পশ্চিম পাড় সংলগ্ন জয়নাল দরবেশ সড়কটির প্রায় এক কিলোমিটার তীব্র জোয়ারে ধসে পড়ে। এলাকাবাসীর একাধিকবার দাবির পরিপ্রেক্ষিতেও সড়কটি সংষ্কারের উদ্যোগ নেওয়া হয়নি। যার ফলে চর হাসান হোসেন কমিউনিটি ক্লিনিক, বাড়ি-ঘর, দোকানপাট, নবিয়ল মিয়া জামে মসজিদ, দুটি পারিবারিক কবরস্থান ভাঙ্গনের মুখে রয়েছে। এছাড়াও সড়কটি ধসে পড়ায় কমিউনিটি ক্লিনিকের রোগী, মসজিদের মুসল্লি, স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়রা জানান, ২০২২ সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগ খনন করা হয়। এছাড়া সম্প্রতি হওয়া বন্যার পানি ভুলুয়া নদী থেকে বিকল্প পথে মেঘনায় সরানোর জন্য কালির খালের চরপোড়াগাছা ইউনিয়নের স্লুইসগেটের চারটি চ্যালেন খুলে দেওয়ার খালটিতে পানির তীব্র স্রোতের সৃষ্টি হয়। এর ফলে খালের পশ্চিম পাশের জয়নাল দরবেশ সড়কের এক কিলোমিটারসহ পূর্ব পাড়ের বেশিরভাগ অংশ ধসে পড়ে। পাশাপাশি চারটি ব্যক্তিমালিকানাধীন কালভার্ট এবং সড়কটির একটি কালভার্টও ধসে পড়েছে।

জানা যায়, ২০১৫সালে জেলা পরিষদের একটি প্রকল্পের আওতায় আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক সড়কের নবিয়ল মোড় সেতুর উত্তরপাশে ১২ফুট প্রসস্থ ও দেড় কিলোমিটার দৈর্ঘ্যরে সড়কটিতে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত ৫শ মিটার ইটের সলিং করা হয়। ইতিমধ্যে সড়কটির সলিং অংশের পুরোটাই ধসে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

স্থানীয় বাসিন্দা মো: শিপন জানান, সড়কটি ধসে পড়ায় এ এলাকার প্রায় ৫শতাধিক পরিবার দুর্ভোগে পড়েছে। এলাকাবাসী মিলে একাধিকবার উপজেলা প্রশাসনকে সড়কটি সংষ্কারের দাবি জানিয়েছি। চর হাসান হোসেন কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ্ কেয়ার কেয়ার প্রোভাইডার রেশমা বেগম জানান, গর্ভবতী নারী ও শিশু-কিশোরসহ বিভিন্ন ধরনের অর্ধশতাধিক রোগী প্রতিদিন ক্লিনিকে সেবা নিতে আসেন। সড়কটি ভেঙ্গে যাওয়ায় প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে সেবা প্রত্যাশীরা। সড়কটি বিচ্ছিন্ন হওয়ায় রোগীর সংখ্যা কমে গেছে। এছাড়াও দ্রুত সংষ্কার না করা হলে ক্লিনিকটিও যে কোন সময় ধসে পড়তে পারে।

স্থানীয় ইউপি সদস্য রাশেদুল ইসলাম নিজাম জানান, সড়কটি সংষ্কার ও পুণর্নিমানে একাধিকার উপজেলা নির্বাহি কর্মকর্তা ও উপজেলা এলজিইডি অফিসে লিখিত আবেদন করা হয়েছে। উনারা আশ্বাস দিয়েছেন সড়কটি দ্রুত পুণর্নিমান করা হবে। উপজেলা প্রকৌশলী মো: সাইফুল ইসলাম জানান, ইতিমধ্যে সড়কটি পরিদর্শন করা হয়েছে। এটি সংষ্কার ও পুনর্নিমানে টেন্ডার হয়েছে। দ্রুত কাজ শুরু হবে।