রামগতিতে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সাধারণ সভা Sarwar Sarwar Miran প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪ দেশালোক: লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর, শনিবার সকাল দশটায় উপজেলার জমিদারহাটস্থ ভাই-ভাই কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আমজাদ হোসেন। শিক্ষক-কর্মচারীদের এ মিলন মেলায় আরো উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি ও বিবিরহাট রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিনা আক্তার, সাধারন সম্পাদক আলাউদ্দিন বাবলু। এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সহ-সভাপতি ও সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ উদ্দিন, সমিতির সহ-সভাপতি ও চরসেকান্দর সফিক একাডেমীর প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, সাবেক সভাপতি আবদুজ জাহের, প্রধান শিক্ষক নুরুল আমিন মিজান, আবদুস সালাম, রিয়াজ উদ্দিন, গোলাম শওকত এমরান, রাশেদুল ইসলাম, সহাকরি শিক্ষক গিয়াস উদ্দিন, আলী মতুর্জা, মো: ইউসুফসহ প্রমুখ ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আমজাদ হোসেন বলেন, বার্ষিক পরীক্ষা চলাকালীন এ ব্যস্ত সময়েও উপজেলার প্রায় ৪শতাধিক শিক্ষক-কর্মচারীগণকে একই ছাদের নিচে দেখে খুবই খুশি আমি। আমাদের সভ্যতার শুরু থেকেই শিক্ষার বিষয়টি জড়িত। শিক্ষার কথা আসলেই শিক্ষকদের প্রসঙ্গটি আসে। আমরা যত কিছুই করি বা হই আমাদের বুঁনিয়াদ কিন্ত শিক্ষকদের হাত ধরেই। সেই জ্ঞানের আলোকবর্তিকাটি শিক্ষকরাই ধরে রেখেছেন। আমরা চাই আমাদের শিক্ষকরা ভালো থাকুক। আদর্শ সমাজ গঠনে শিক্ষকদের অবদান অব্যাহত থাকুক। সমিতির পক্ষথেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবসরপ্রাপ্ত ৮জন এবং মৃত্যুজনিত কারনে ২জন শিক্ষক-কর্মচারীর পরিবারকে তাদের জমাকৃত সঞ্চয়ের দ্বিগুন টাকা প্রদান করা হয়। এ সভায় উপজেলা ২০টি প্রতিষ্ঠানের প্রায় ৪শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন। বক্তারা উপজেলা পর্যায়ে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি বিগত দিনের আর্থিক হিসাব ও পরিকল্পনা উপস্থাপন করেন। SHARES উপকূল বিষয়: