তুরষ্কে রোবট অলিম্পিয়াডে রামগতির নুজহাতের ব্রোঞ্জ জয়

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪

দেশালোক:

তুরষ্কে অনুষ্ঠিত ‘বিশ্ব রোবট অলিম্পিয়াড-২০২৪’ প্রতিযোগীতায় বাংলাদেশের হয়ে রৌপ্য পদক জিতেছেন লক্ষ্মীপুরের রামগতির উপজেলার মেয়ে নুজহাত জাহান সাবা (১২)। সে রাজধানীর এসওএস হারম্যান মেইনার স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেনির শিক্ষার্থী।

রামগতি উপজেলার চরআলগী ইউনিয়নের চরআলগী গ্রামের সানা উল্যাহ এবং ফাতেমা তুজ জোহরা দম্পতির কন্যা নুজহাত জাহান সাবা। বাংলাদেশ সাইবার স্কোয়াড জুনিয়র টিমের একজন সদস্য হিসেবে তুরষ্কে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহন করে সে।

জানা যায়, বিশে^র সবচেয় মর্যাদাপূর্ন রোবোটিক্স প্রতিযোগিতা ‘ওয়ার্ড রোবট অলিম্পিয়াড ২০২৪’-এ অংশগ্রহন করে বাংলাদেশ। তুরষ্কের ইজমির শহরে শুক্রবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপি (২৯নভেম্বর-১ডিসেম্বর) ২১তম এ আসরে বাংলাদেশের চারটি দলের ১২জন প্রতিযোগি অংশ নেয়। একশটিরও বেশি দেশে এ আন্তর্জাতিক প্রতিযোগিতাটি হয়ে থাকে। সারাবিশ্বের শিশু ও তরুনরা দেশভিত্তিক জাতীয় পর্যায়ে অংশ নিয়ে বেশ কয়েকটি ধাপ পার করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহন করে থাকে। প্রতিবার বিভিন্ন দেশে এর চূড়ান্ত আসর অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় এবারের আসরটি অনুষ্ঠিত হয়েছে তুরষ্কে।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা উড়িয়ে দেশের প্রতিনিধিত্ব করায় তার স্বজনরা বেশ খুশি। পাশাপাশি তার কঠোর পরিশ্রম, মেধা ও উদ্ভাবনী চিন্তার ফলেই এমন অর্জন সম্ভব হয়েছে বলে জানান নুজহাতের বাবা মা। তার পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এছাড়াও ভবিষ্যতে যেন আরো বৃহৎ পরিসরে দেশের সুনাম বয়ে আনতে পারে তার জন্য সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন তারা।