রামগতিতে সকল স্তরের নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা Sarwar Sarwar Miran প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, জুন ২০, ২০২৫ দেশালোক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে সংসদ সদস্যসহ সকল পর্যায়ের নির্বাচনে নিজেদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২০জুন, শুক্রবার লক্ষ্মীপুর জেলা জামায়াতের নির্বাচনী প্রার্থীর নাম ঘোষণা সংক্রান্ত আয়োজিত এক সভায় এসব প্রার্থীদের নাম ঘোষনা হয়। দলীয়সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনে জামায়াত প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্ধিতা করবেন জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক নায়েবে আমির এআর হাফিজ উল্যাহ। রামগতি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করবেন জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোটেক শাহাদাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মাওলানা মো. আবদুর রহিম প্রতিদ্বন্ধিতা করবেন। রামগতি পৌরসভা নির্বাচনে প্রার্থী হবেন মাওলানা আবুল খায়ের। এছাড়াও ৩নং চরপোড়াগাছা ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে প্রার্থী হবে মো. মহিউদ্দিন, ৪নং চর আলেকজান্ডার ইউনিয়নে জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা জাফর আহমেদ, ৬নং চরআলগী ইউনিয়নে প্রকৌশলী জহির উদ্দিন, ৭নং চররমিজ ইউনিয়নে মাওলানা জহির উদ্দিন, ৮নং বড়খেরী ইউনিয়নে আবদুল মতিন এবং ৯নং চরগাজী ইউনিয়নে অ্যাডভোকেট মিনহাজ আবেদিন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করবেন। অন্যদিকে ৫নং চরআবদুল্যাহ ইউনিয়নে জামায়াত কোন প্রার্থী দিবেনা বলে দলীয়সূত্রে জানা গেছে। উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম জানান, শুক্রবার জেলা নির্বাচনী প্রার্থী ঘোষণা সংক্রান্ত সভায় আসন্ন নির্বাচন সমূহে প্রতিদ্বন্ধিতা করার জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়াও পৌরসভার কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের সদস্য পদেও নিজেদের প্রার্থীদের বাছাই করা হয়েছে। তবে এ তালিকা পরবর্তীতে প্রকাশ হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে এআর হাফিজ উল্যাহ এবং রামগতি পৌর মেয়র পদে প্রার্থী হিসেবে মাওলানা আবুল খায়ের বহু আগ থেকে ব্যাপক জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। SHARES আন্তর্জাতিক বিষয়: