রামগতিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ Sarwar Sarwar Miran প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, জুন ১২, ২০২৫ দেশালোক: লক্ষ্মীপুরের রামগতিতে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার গভীর রাতে উপজেলার পোড়াগাছা ইউনিয়নের পুর্ব চর কলাকোপা গ্রামের (৪নং ওয়ার্ড) দুলাল সর্দারের দোকানের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় রামগতি থানায় জিডি করা হয়েছে। জিডি সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে স্থানীয় ১০/১২ জনের একটি সংঘবদ্ধ চক্র অতি-উৎসাহি হয়ে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা (৫০) ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে গুরতর জখম করে। পরে জখম অবস্থায় রাস্তার পার্শে রেখে পালিয়ে যায়। পরদিন সোমবার সকালে স্থানীয়রা গুরতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে নোয়খালী সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা অবস্থায় ওইদিন দুপুরেই সে মারা যান। রামগতি থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে এখনো অজ্ঞাতনামা ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। SHARES আইন আদালত বিষয়: