রামগতিতে অযত্নে পড়ে আছে খালেদা জিয়ার উদ্বোধনী ফলক

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, জুন ১২, ২০২৫

দেশালোক:

গত ১৫বছর ধরে অযত্নে অবহেলায় পড়ে আছে আলেকজান্ডার-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক উদ্বোধনী ফলক। লক্ষ্মীপুরের রামগতিতে দিনব্যাপি সফরের অংশ হিসেবে ২০০৬সালের ২৮ সেপ্টেম্বর যেটি উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফলকটির অবস্থান রামগতি উপজেলার পুরাতন ফটক সংলগ্ন যাত্রী চাউনীর উত্তর পার্শ্বে। কেবলমাত্র বেগম খালেদা জিয়ার নাম থাকায় পতিত আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা ফলকটিকে সবার আড়ালে রাখার মতো হীন কাজ করেছে বলে স্থানীয়দের অভিযোগ।

১২জুন, বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ফলকটির আশপাশে ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে। মার্বেল পাথরে খোদাইকৃত লেখার কালো রঙ তুলে ফেলা হয়েছে বহুদিন আগে। ফলকটির মূল অংশে শেওলা জমা হয়েছে। দীর্ঘদিন যত্ন ও পরিষ্কার কিংবা রং না করায় বোঝাই যাচ্ছে না ফলকটির লেখা। প্রত্যক্ষদর্শীরা বলছেন এখানে কয়েক বছর আগেও ফলকটির সামনে আখের গুটি ফেলে বিক্রির কাজ করা হতো। দেশের বিভিন্ন স্থানে ভিত্তিপ্রস্তর, উদ্বোধনী ফলক এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ফলক বা স্মৃতিচিহ্ন উদ্ধার ও সংষ্কার করা হলেও রামগতি উপজেলার অন্যতম একটি সড়ক উদ্বোধন ফলকে থাকা খালেদা জিয়ার নামটি সংষ্কার করা হয়নি।

রামগতি পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আকবর হোসেন জানান, বেগম খালেদা জিয়া সে সময় আসম আবদুর রব সরকারি কলেজ মাঠে এক জনসভায় বক্তৃতা করেছেন। সেই সাথে রামগতি-কমলনগেরর বেশ কয়েকটি বড় প্রকল্পের ভিত্তিপ্রস্তর এবং উদ্বোধন করেছেন। তারই একটি অংশ রামগতি-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক উদ্বোধন। পৌর যুবদলের পক্ষ থেকে খুব দ্রুতই উদ্বোধনী ফলকটি সংষ্কারের উদ্যোগ নেবে বলেও জানান তিনি।

উপজেলা বিএনপির আহবায়ক ডা. জামাল উদ্দিন জানান, গুরুত্বপূর্ন এ ফলকটির বর্তমান অবস্থা আমাদের চোখে পড়েনি। আমরা দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহন করব।

উল্লেখ্য, ঐ সময়ে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বেশ কয়েকটি বৃহৎ প্রকল্পের উদ্বোধন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।