রামগতিতে ট্রাক্টরটলির চাপায় ৮ম শ্রেনির ছাত্রীর মৃত্যু

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫

দেশালোক:
পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টর ট্রলির চাকায় পিষ্ট হয়ে সামিয়া আক্তার শান্তা (১৪) নামের ৮ম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। ৩ জুলাই, বৃহস্পতিবার দুপুরে আলেকজান্ডার – সোনাপুর আঞ্চলিক সড়কের চরপোড়াগাছা ইউনিয়নের ছেউয়াখালী ব্রিজ (আজাদনগর ব্রিজ) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামিয়া ঐ এলাকার আজাদনগর মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আলী হোসেন এর একমাত্র মেয়ে। তার বাড়ি চরপোড়াগাছা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়সূত্রে জানা যায়, সামিয়া প্রতিদিন সকালে বাবার সাথে মোটর সাইকেল যোগে বিদ্যালয়ে যেত এবং বিকেলে বাড়িতে ফিরত। ঘটনার দিন ঐ শিক্ষার্থীর সকালে ইসলাম শিক্ষা বিষয়ের পরীক্ষা ছিলো। বিকেলে বিদ্যালয়ে পরীক্ষা না থাকায় বাবাকে ছাড়াই হাজীগঞ্জ এলাকায় নিজ বাড়িতে ফিরছিল। ব্রিজ এলাকায় পৌছালে আজাদনগর বাজারগামী ট্রাক্টরট্রলি (বলি ট্রাক) তাকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। নিহত শান্তা আজাদনগর মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনির প্রথম স্থানধারী ছাত্রী।

রামগতি থানার ওসি তদন্ত মো. মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় চালক এবং ট্রাক্টরটলি আটক রয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।