রামগতিতে পরীক্ষার্থীদের মধ্যে শিবিরের শিক্ষা উপকরণ বিতরন Sarwar Sarwar Miran প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৫ আবদুল্যাহ আল জোবায়ের: ফুলেল শুভেচ্ছা, মাস্ক, কলম, পেন্সিল, ব্যাগ, খাবার পানীয়সহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে লক্ষ্মীপুরের রামগতিতে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের বরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ২৬জুন, বৃহস্পতিবার উপজেলার চারটি কেন্দ্রে প্রায় দেড় হাজার পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের সময় এসব শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। কেন্দ্রগুলো হচ্ছে- আসম আবদুল রব সরকারী কলেজ, ডা. তোয়া-ই আইউব মহিলা কলেজ, রামগতি বিবিকে মডেল পাইলট উচ্চ বিদ্যালয় (রামগতি আহমদীয়া ডিগ্রি কলেজ) এবং আলেকজান্ডার কামিল মাদরাসা। এ সময় এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রশিবিরের উপজেলা শাখার সভাপতি মো. জুয়েলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। সরেজমিনে গিয়ে দেখা যায়, কেন্দ্রসমূহের প্রবেশমুখে সংগঠনটির পক্ষ থেকে শুভেচ্ছা মঞ্চ তৈরি করা হয়েছে। জানা যায়, ‘‘তোমাদের সাফল্যে গড়ে উঠবে সম্ভাবনার নতুন বাংলাদেশ” এমন শ্লোগানকে ধারণ করে ইসলামী ছাত্রশিবির সারাদেশে এইচএসসি এবং সমমান পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর কর্মসূচি গ্রহন করে। এরই ধারাবাহিকতায় রামগতি উপজেলা শাখা এবং লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এসব আয়োজন করা হয়। আসম আবদুর রব সরকারী কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা তৌহিদুর রহমান, মাহমুদ হাসান, সাথী আক্তার এবং আলেকজান্ডার কামিল মাদ্রাসা কেন্দ্রে আসা পরীক্ষার্থী মো. সাব্বির, শাহাদাত হোসেনসহ বেশ কয়েকজন জানান, শিবিরের এরকম অপ্রত্যাশিত উপহার পেয়ে আমরা বেশ আনন্দিত। পরীক্ষার্থীদের পাশে থাকায় কৃতজ্ঞতাও প্রকাশ করেন তারা। ছাত্রশিবিরের উপজেলা শাখার সভাপতি মো. জুয়েল জানান, ছাত্রশিবির সময় সময় ছাত্রদের কল্যানে কাজ করছে। আজকের একাজটি তারই অংশ। আমরা সারাদেশের এইচএসসি-আলিম ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও তাদের সর্বোচ্চ সফলতা কামনা করছি। SHARES উপকূল বিষয়: