দেশালোক সম্পাদকের বিএড ডিগ্রী অর্জন, সারাদেশে মেধাতালিকায় ৭ম

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কর্তৃক পরিচালিত ”ব্যাচেলর অব এডুকেশন (বিএড)” পরীক্ষায় সারাদেশ ৭ম স্থান অধিকার করেছেন দেশালোক ডটকম এর প্রকাশক সম্পাদক সারোয়ার মিরন। তাঁর সিজিপিএ ৩.৫২ (৪ এর মধ্যে)।

বুধবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এ পেশাগত কোর্সের (ডিগ্রি) প্রকাশ ফলাফল করে কর্তৃপক্ষ। জানা যায়, সারোয়ার মিরন ২০২১ শিক্ষাবর্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন ফেনী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ টিউটোরিয়াল কেন্দ্রে বিএড প্রোগ্রামে ভর্তি হন। ঘোষিত ফলাফল বিশ্লেষনে দেখা যায়, তিনি সারাদেশে সম্মিলিত মেধাতালিকায় যৌথভাবে সপ্তম স্থান অর্জনের পাশাপাশি ফেনী টিচার্স ট্রেনিং কলেজে টিউটোরিয়াল কেন্দ্রে যৌথভাবে ৪র্থ স্থান অর্জন করেন। ২ সেমিস্টারভিত্তিক কোর্সে তাঁর পাঠ্যবিষয় ছিল অ্যাডভান্সড আইসিটি, হিসাববিজ্ঞান এবং শিক্ষায় আইসিটি। এছাড়াও তাঁর গবেষনার বিষয় ছিল “উপকূলীয় ও  দুর্গম চরাঞ্চলে অঞ্চলে আইসিটি শিক্ষার অনগ্রসতা ও উত্তরণের উপায়”।

সারোয়ার মিরন লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ৯নং ওয়ার্ড, চর হাসান হোসেন গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর বাবা মো: আবদুল করিম এবং মাতা মিনারা বেগম।

২০০৫ সাল থেকে লেখালেখির সাথে যুক্ত সারোয়ার মিরন মেঘনার ভাংগনের করুন দশা জাতীয় পত্রিকায় (দৈনিক যুগান্তর) চিঠিপত্র কলামে প্রকাশের মাধ্যমে রিপোর্টিং তথা সাংবাদিকতায় যুক্ত হন। পাশাপাশি দেশের বেশ কয়েকটি জাতীয় এবং আঞ্চলিক দৈনিকে চিঠিপত্র এবং ফিচার লেখা শুরু করেন। লিখেছেন ঝরাপাতা ছদ্মনামেও।

তিনি ১৯৮৭ সালের ১জুলাই জন্মগ্রহন করেন। স্থানীয় চর হাসান হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করেন। নোয়াখালীর সোনাইমুড়ীর একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা শাখায় এসএসসি উত্তীর্ন হন। এরপর বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চৌমুহনী এসএ সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। নোয়াখালী সরকারি কলেজ থেকে ২০০৯সালে ব্যবস্থাপনা বিষযে চার বছর মেয়াদি স্নাতক এবং ২০১০সালে একই বিষয়ে প্রথম শ্রেনিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এছাড়াও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এবং যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কম্পিউটার বিষয়ে ছয় মাস এবং একবছর মেয়াদি একাধিক কোর্স সমাপ্ত করেন। বর্তমানে তিনি রামগতি আছিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি একজন ফ্রিল্যান্সার সংবাদকর্মী হিসেবে ফিচার এবং সংবাদ লেখার কাজ করেছেন জাতীয় এবং আঞ্চলিক একাধিক নিউজ পোর্টালে। সাংবাদিকতা হিসেবে দৈনিক ভোরের ডাক পত্রিকার রামগতি উপজেলা সংবাদদাতা হিসেবেও কর্মরত রয়েছেন তিনি। এছাড়াও রামগতি প্রতিনিধি হিসেবে গ্রামীণ কন্ঠ পত্রিকায় যুক্ত রয়েছেন।

সাংবাদিকতায়ও রয়েছে তাঁর একাধিক পেশাগত প্রশিক্ষণ। প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) থেকে দীর্ঘ মেয়াদে একাধিক অনলাইন এবং অফলাইন প্রশিক্ষন সম্পন্ন করেছেন। ২০২০ সালে তিনি চালু করেন সংবাদ সাহিত্য বিষয়ক আঞ্চলিক অনলাইন পোর্টাল দেশালোক ডটকম। বর্তমানে তিনি এর প্রকাশক এবং সম্পাদক হিসেবে কাজ করছেন।

স্বেচ্ছাসেবী এবং সামাজিক সাহিত্য বিষয়ক একাধিক সংস্থা সংগঠনের সাথে যুক্ত আছেন তিনি। ছিলেন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার পাঠক সংগঠন প্রিয়জনের নোয়াখালী শাখার সাংগঠনিক সম্পাদক। প্রথমআলো বন্ধু সভার সাথেও যুক্ত আছেন। বাংলাদেশ অনার্সমাস্টার্স শিক্ষক ফেডারেশন, নোয়াখালী শাখার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদ ফিচার লেখার পাশাপাশি তিনি নিয়মিত কবিতা, অনুগল্প লিখছেন। একাধিক জাতীয় পত্রিকার সাহিত্য পাতায় প্রকাশ হয়েছে তাঁর কবিতা ছড়া। দেশালোক ডটকম এর কর্ণধার সারোয়ার মিরন এর এমন অভূতপূর্ব অর্জনে সবার পক্ষ থেকে অভিনন্দন রইলো।ভবিষ্যতে তিনি “মাস্টার্স অব এডুকেশন” ডিগ্রি অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।