বিজয় দিবসে রামগতিতে দিনব্যাপি নানান আয়োজন Sarwar Sarwar Miran প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪ দেশালোক: যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতিতে দিনব্যাপি নানান কর্মসূচি পালন করবে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। ১৬ ডিসেম্বর উপজেলা পরিষদ চত্ত্বরে বিজয় দিবসের প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে শুরু হবে বিজয়ের দিনব্যাপি অনুষ্ঠান। সূর্যোউদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনার পুষ্পস্তবক অর্পণ করা হয়ে। এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। উপজেলা প্রশাসানের উদ্যোগে এবার প্রথম রামগতিতে অনুষ্ঠিত হবে দিনব্যাপি বিজয় মেলা। এ মেলায় প্রধান্য থাকবে চারু-কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্য। সকাল দশটায় মুক্তিযোদ্ধাদের সন্মাননা ও আলোচনা সভা। বাদ যোহর শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ- জাতীর সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত কর্মসূচি পালন করা হবে। দুপুরে উপজেলার সকল সরকারি হাসপাতাল, এতিমখানা/শিশু পরিবার গুলোতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উন্নতমানের খাবার সরবরাহ করা হবে। বিকেল তিনটায় আসম আবদুর রব সরকারী কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও রামগতি পৌরসভার সাথে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামান্যচিত্র প্রদর্শিত হবে। সর্বশেষ সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদ চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপি বিজয় দিবস উদযাপন শেষ হবে। আর সবগুলো কর্মসূচি বাস্তবায়ন করবে উপজেলা প্রশাসন। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন আলাদা আলাদা ভাবে উদযাপন করবে বিজয় দিবস। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন আলাদা আলাদা কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। ইতিমধ্যে রামগতি উপজেলা নির্বাহি কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন এর নেতৃত্বে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি দেশালোক ডটকম এর অফিশিয়াল ফেসবুক থেকে লাইভ করা হবে। SHARES উপকূল বিষয়: