রামগতিতে বর্ণিল আয়োজনে বিজয় দিবস উদযাপন

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪

 সুরাইয়া আক্তার:
যথাযোগ্য মর্যাদা ও নানান কর্মসূচির মধ্যদিয়ে লক্ষ্মীপুরের রামগতিতে পালিত হয়েছে মহান বিজয় দিবস। ১৬ডিসেম্বর, সোমবার দিনের প্রথম প্রহরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় দিনব্যাপী বিভিন্ন আয়োজনের। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

সকাল দশটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত দিনব্যাপি বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) এসএম আবদুল্লাহ বিন শফিক, রামগতি থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক ডা: জামাল উদ্দিন, সদস্য সচিব সিরাজ উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, উপজেলা জেএসডি সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ। মেলায় ১২টি স্টলে স্থান পেয়েছে চারু-কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্য সামগ্রী।

উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধণা ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। পাশাপাশি দুপুরে উপজেলার সরকারি হাসপাতাল, এতিমখানা ও শিশু পরিবারগুলোত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উন্নত মানের খাবার সরবরাহ করা হয়।

উপজেলা প্রশাসন ও রামগতি পৌরসভার অংশগ্রহনে বিকেলে স্থানীয় আসম আবদুর রব সরকারি কলেজ মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থাপতি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, রামগতি থানা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রামগতি পৌর কর্মকর্তা-কর্মচারী পরিষদ, আনসার-ভিডিপিসহ বিভিন্ন শ্রেনি ও পেশার মানুষ।

বিকেল তিনটায় আলেকজান্ডার কামিল মাদরাসা মাঠে আলোচনা সভা ও র্যালীর আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আলাদা আলাদা কর্মসূচিতে আলোচনা সভা এবং র্যালী করেছে উপজেলা ও পৌর বিএনপি, জেএসডিসহ বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন।