রামগতিতে প্রাথমিক শিক্ষক সমন্বয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Sarwar Sarwar Miran প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪ মো: জহির: লক্ষ্মীপুরের রামগতিতে বৃহস্পতিবার উপজেলা প্রাথমিক সরকারি শিক্ষক সমন্বয় পরিষদ এর আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। উক্ত বৃত্তি পরীক্ষায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ৩২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে বৃত্তি প্রপ্তি হবে,১জন মেয়ে ১ জন ছেলে টপ ট্যালেন্ট,৪ জন মেয়ে ৪ জন ছেলে সাধারণ টপ ট্যালেন্ট,১০ জন মেয়ে ও ১০জন ছেলে। অর্থায়নে ছিলেন, বিভিন্ন পেশায় নিয়োজিত সাবেক শিক্ষার্থী, যোবায়ের তালুকদার, শাকিল মাহমুদ, আজিজ মিশির,ওসমান গনি,মিজানুর রহমান, নিজাম উদ্দিনসহ আরো অনেকেই। পরীক্ষা কক্ষ পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেনসহ প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার গণ ও সাংবাদিক বৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন বিভিন্ন কক্ষ পরিদর্শন করে পরীক্ষার্থীদের ইংরেজি লেখা দেখেন এবং প্রশ্ন জিজ্ঞাসা করে। কক্ষ পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন এবং বিশেষ করে পরিক্ষার্থীদের ইংরেজি ফলাফল তাকে জানানোর পরামর্শ প্রদান করেন। পরিক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান মো হুমায়ুন কবির অর্থনৈতিক ভাবে সহযোগিতা করার জন্য প্রাক্তন শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী দিনগুলোতে এই পরীক্ষা অব্যাহত থাকবে। SHARES উপকূল বিষয়: