রামগতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকসা চালকের মৃত্যু

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৪

দেশালোক:

অটোরিকসা চার্জ দিয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লক্ষ্মীপুরের রামগতিতে মো: সোহেল (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চরগাজী ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঐ গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে সোহেল পেশায় একজন অটোরিকসা চালক। আজ দুপুরে জু’মার নামাজের আগে ঘরে অটোরিকসায় চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, সোহেল আগে ঢাকায় সাবান তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কাজ করত। তা ছেড়ে দিয়ে এলাকায় এসে গত দু বছর ধরে অটোরিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার তিনটি সন্তান রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আশ্রাফ উদ্দিন জানান, ঘটনাস্থলে গিয়ে জেনেছি নিহত সোহেল ঘরের কোনায় থাকা ইলেক্ট্রিক বোর্ডে অটোরিকসায় চার্জ দিতে গেলে শর্ট সার্কিটের শিকার হন। পরিবারের সদস্যরা উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

রামগতি থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।