লকডাউনেও উপজেলা পর্যায়ে পাবেন ব্যাংকিং সেবা

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১

দেশালোক: ১২ এপ্রিল ২০২১ইং তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত পরিপত্র মোতাবেক ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সকল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অর্থ্যাৎ চলমান কঠোর লকডাউনে সর্বমোট নয়দিন (সাধারন ছুটি ব্যতিত ৫দিন) ব্যাংকিং সেবা বন্ধ থাকবে বলে ঘোষনা দেয়া হয়েছে।

বিশাল গ্রাহকশ্রেনির আর্থিক লেনদেনের কথা মাথা রেখে ১৩এপ্রিল বিকেলে উপজেলা পর্যায়ে ব্যাংকের যে কোন একটি শাখা খোলা রাখার জন্য পূনরায় চিঠি জারি করে। ফলশ্রুতিতে তফসিলি ব্যাংক সমূহের উপজেলা শহরে অবস্থিত একটি করে শাখা খোলা করতে পারবেন।

এসব শাখায় লেনদেন করা যাবে সকাল দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। সাধারন ছুটির দিন ব্যতিত অন্যান্য দিন গুলোতে এসব শাখা খোলা থাকবে।

রামগতি উপজেলা শহর আলেকজান্ডারে খোলা থাকবে জনতা, সোনালী, অগ্রনী ব্যাংক। এছাড়াও এজেন্ট ব্যাংকিং শাখা ইসলামী ব্যাংক ও ডাচ্ বাংলা ব্যাংকও খোলা থাকবে।