রামগতিতে ২ ইটভাটায় অভিযান, বন্ধ রাখতে মালিকদের মুচলেকা Sarwar Sarwar Miran প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫ দেশালোক: লক্ষ্মীপুরের রামগতিতে দুটি অবৈধ ইটভাটা মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৫ মার্চ (মঙ্গলবার) সারাদিনব্যাপি উপজেলার চর আলগী ও চররমিজ ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভাটার চিমনি, চুল্লি বিনষ্টসহ পানি ছিটিয়ে আগুন নেভানোসহ ব্যবহারের অনুপযোগী করা হয়। এছাড়াও ভাটার কার্যক্রম বন্ধ রাখতে মালিকরা মুচলেকা দেন। ভাটাগুলো হলো- চর আলগী ইউনিয়নের মেসার্স পান্না ব্রিকস ও চর রমিজ ইউনিয়নের মেসার্স ফোর স্টার ব্রিকস। এরমধ্যে পান্না ব্রিকস মালিক মোহাম্মদ আলীকে ২ লাখ ও ফোর স্টার ব্রিকস মালিক আবু তাহেরকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমানের নেতৃত্বে উপজেলা নির্বাহি কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পুলিশ, সেনাবাহিনী এবং ফার্য়ার সার্ভিসের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহি কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এটি আমাদের নিয়মিত অভিযান। ইটভাটাগুলোর লাইসেন্স ছিল না। এতে আইন অনুযায়ী তাদের জরিমানা করা হয়। ভাটা বন্ধ রাখবে বলে মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। SHARES আইন আদালত বিষয়: