একযুগ পর যুবদলের কমিটি: রামগতিতে নেতা-কর্মীদের আনন্দ মিছিল

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫

দেশালোক: 

প্রায় এক যুগ পর লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা এবং পৌর যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন এবং সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুনের স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়।

রামগতি উপজেলা যুবদলের ৩৫সদস্য বিশিষ্ট এ কমিটিতে আহবায়ক মো: শিবলী নোমান, সিনিয়র যুগ্ম-আহবায়ক মো: জমির আলী এবং সদস্য সচিব শাহ মো: শিব্বির আহমেদ এবং রামগতি পৌরসভা কমিটিতে আয়বায়ক আবুদল করিম, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: আকবর হোসেন এবং সদস্য সচিব মাহবুবুর রহমান কবির।

কমিটির ঘোষণা করায় শনিবার সন্ধ্যা জেলা ও কেন্দ্রীয় নেতাদের অভিনন্দন জানিয়ে স্থানীয় আলেকজান্ডার, রামগতি বাজার, রামদয়াল বাজারসহ একাধিক স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরন করেন দলীয় নেতা-কর্মীরা। এ সময় কমিটিতে স্থান পাওয়া নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান অনুসারীরা।

প্রায় এক যুগ পর যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করায় দলীয় কার্যক্রম আরো গতিশীল এবং আগামী নির্বাচনে দল সুসংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পৌর যুবদলের একমাত্র সিনিয়র যুগ্ম-আহবায়ক মো: আকবর হোসেন। পাশাপাশি বিগত ১৭বছর ধরে ফ্যাসিস্ট সরকারের যাবতীয় অত্যাচারের বিরুদ্ধে রামগতি-কমলনগরে ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী শক্তি অটুট রাখায় সাবেক সাংসদ এবং কেন্দ্রীয় বিএনপির সহ শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজানকেও ধন্যবাদ জানান তিনি।