রামগতিতে জামায়াত আমীরের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

সুরাইয়া আক্তার:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক আইডি ও পেইজ থেকে লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিমের নামে নানান কুরুচিপূর্ন মন্তব্য ও অপপ্রচার করায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ২৫ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাতে রামগতি থানায় এ সাধারণ ডায়েরি করেন জামায়াত আমীর। জিডি নং ১১৩১।

সাধারণ ডায়েরি এবং ভূক্তভোগিসূত্রে জানা যায়, গতো কয়েকদিন ধরে ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে ‘তৃণমূল রামগতি, ‘নতুন বাংলাদেশ’, ‘মো: শরীফ খান’, ‘শরীফ আহমেদ সওদাগর’সহ বিভিন্ন আইডি এবং ফেসবুক পেইজ থেকে মাওলানা আবদুর রহিম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামিকে নিয়ে নানান কুরুচিপূর্ণ পোস্ট করা হচ্ছে। পরবর্তীতে এসব আইডির নাম পরিবর্তন করে ‘‘Saddam Hosen, Abdur Rohim Patowary, Sekander Alam’ “মো: কাউছার আলী’সহ ইত্যাদি নামে ধারণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ভুয়া ও ফেইক আইডি থেকে এসব পোস্ট শেয়ার করা হচ্ছে।

মাওলানা আবদুর রহিম বলেন, এসব অপপ্রচারের ফলে এলাকায় আমার এবং আমার সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামির ভাবমূর্তি নষ্ট হওয়ার আংশকা রয়েছে। এ বিষয়ে সুনির্দ্ধিষ্ট তথ্য প্রমান বা আইডির পরিচয় সংগ্রহ করতে না পারায় আপাতত থানায় জিডি করা হয়েছে।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কবির হোসেন জানান, ভুক্তভোগী থানায় একটি জিডি করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।