রামগতি আহমদিয়া কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৫

দেশালোক: 
‘‘নিয়মিত কলেজে আসবে যারা, সুখী জীবন গড়বে তার’’ এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতি আহমদিয়া কলেজে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক ও সুধী সমাবেশ। ৬ নভেম্বর সকাল দশটায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, সাবেক ভাইস চেয়ারম্যান আহমদ উল্যাহ, চরগাজী ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান মীর আক্তার হোসেন বাচ্চু, কলেজ অধ্যক্ষ ড. আফসারুল মিজান, গভর্নিংবডির সভাপতি মীর তানভীর আহমেদ, বিদ্যোৎসাহী সদস্য শাহ মো. ফয়সাল, সাবেক অধ্যক্ষ জামসেদা জাং চৌধুরী, রামগতি বিবিকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুছ, রামগতি আছিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, কামাল উদ্দিন ওসমান, অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন, হেলাল উদ্দিন, তাওহীদ তারেকসহ প্রমূখ ব্যক্তিবর্গ।

সমাবেশে অভিভাবকরা জানান, তাদের সন্তানদের মানুষ গড়ার কারিগর হলেন শিক্ষকরা। শিক্ষকদের সম্মান রক্ষার্থে অভিভাবকরা সবসময় ঐক্যবদ্ধ থাকবে।
গর্ভনিংবডির সভাপতি মীর তানভীর তাঁর বক্তব্যে বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকে শিক্ষার মান উন্নয়নে ইতিমধ্যে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া ও তার বাস্তবায়ন শুরু হয়েছে। তারই অংশ হিসেবে ক্লাস চলাকালীন সময়ে প্রতিষ্ঠানে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য অতিথি শিক্ষক নিয়োগ, পাঠদান কার্যক্রম তদারকি, অভিভাবক ও সুধী সমাবেশ, প্রাত্যহিক শিক্ষক-শিক্ষার্থী সমাবেশ আয়োজনসহ নানান কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।