কবিতা – জলরংয়ের কাজল

নেইমপাম নেইমপাম

বাংলাদেশ

প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০২০

জলরংয়ের কাজল

— সারোয়ার মিরন

যন্ত্রনার বিলবোর্ডে এঁকে যাই জীবনের জলরং
চোখের জলে যদি ভিজে যায় যাক
কেউ দেখুক না দেখুক আমি তো দেখি
উদ্বাহু হয়ে গন্ধ শুকি এধার ওধার
চেনা সেই মায়াবি মায়া নেই কোথাও।

সহসা বিপন্ন সময়ের বলিরেখায় বেঁধে যাই
ক্ষত বিক্ষত অতীতের কালমগ্ন ইতিহাস
জানি রবে না সে স্মৃতিচিহ্নের শেষটুকুও
ধুলোয় মাড়াক, বৃষ্টিজলে ভিজুক অবেলায়
অন্তিম যাত্রায় সেই সারথী হারাবে জানি।

দু চোখ যতদুর যায় দেখে যাই শাদা’র আকাল
পাশাপাশি চলেও দু ধারে দু মেরুয় যাত্রা
দিনান্তে মিলবে বলে এগুতে থাকে সমানে
অথচ সময় গুলো পক্ষে নয় বলে সে আজ
আকাশের তারা হয়ে জ্বলে নেবে রাতভর।

অভিমানি আকাশে জড়ো হয় কালো মেঘ
বৃষ্টির জল হয়ে ঝরবে বলে উপমায় গাঁথে
হয়ে যাক যা হবার কথা- যখন যেমন
চিন্ন হয়ে ভিন্ন সুরে গেয়ে যাক যত গান
নয়ন না হয় পুরবে জলে ধুয়ে কাজল।