রামগতিতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০

দেশালোকঃ নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ করেছে  রামগতি থানা।

১৭ অক্টোবর সারাদেশ ব্যাপী নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বাংলাদেশ পুলিশের বিট পুলিশিং সমাবেশ কর্মসূচির আওতায় এ সমাবেশ করা হয়।

রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান এর সভাপতিত্বে এ রামগতি পৌরসভায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল মোমিন, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, রামগতি পৌর মেয়র এম  মেজবাহ উদ্দিন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ মোঃ রাকিব ও মোঃ শোয়াইব হোসেন খন্দকার, উপজেলা ভাইস চেয়ারম্যান  মো: রাহিদ হোসেনসহ প্রমুখ রাজনৈতিক নেতৃবৃন্দ।

সমাবেশে রামগতি পৌরসভার বিভিন্ন শ্রেনি ও পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী উল্লেখিত স্লোগানের প্রতিপাদ্য বিষয় সম্পর্কে বক্তব্য রাখেন। এছাড়াও কোন নারী হয়রানির শিকারর হলে তাৎক্ষনিকভাবে পুলিশকে জানানোর অনুরোধ করেন। সাথে সাথে সবাইকে এই বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন।

এছাড়াও রামগতি থানার অধীনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ বিট পুলিশং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।