আসুন! রামগতির বাকের মেম্বারের চিকিৎসার্থে পাশে দাঁড়াই

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০

দেশালোক: রামগতি উপজেলা বড়খেরী ইউনিয়নের সাবেক মেম্বার মো: আবদুল বাকের হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন। তিনি কিডনীজনিত জটিল ও কঠিন সমস্যায় ভূগছেন। তাঁর দুটো কিডনীই প্রায় বিকল।

বর্তমানে তিনি ঢাকার গণস্বাস্থ্য  কেন্দ্র হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তাররা জানিয়েছেন  সুস্থ্য হতে হলে কিডনি প্রতিস্থাপন করতে হবে এবং সাথে সাথে সপ্তাহে দুইবার ডায়ালাইসিস চালিয়ে যেতে হবে।

কিডনি প্রতিস্থাপনের জন্য প্রচুর টাকার প্রয়োজন। যা ওনার মত নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য অসম্ভব। এ পর্যন্ত আত্মীয় স্বজনের সহযোগীতায় চিকিৎসা কার্যক্রম চালানো হয়েছে। চিকিৎসার ব্যয়ভার চালাতে গিয়ে  পরিবারের অবস্থা নিঃস্ব প্রায়। অর্থাভাবে গতো কয়েকদিন ধরে ঠিকমত ডায়ালাইসিস করাতে পারছেন না। কিনতে পারছেন না প্রয়োজনীয় ওষুধপত্রও।

সাবেক এ ইউপি মেম্বারের শারীরিক অবস্থা দিন দিন অবনতি ঘটছে। মানবিক মানুষটির সুচিকিৎসা নিশ্চিত করার জন্য দলমত নির্বিশেষে সবার এগিয়ে আসা প্রয়োজন।

আসুন আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব এগিয়ে আসি।

যোগাযোগ – আবদুল বাকের মেম্বারের বড় ভাই আহমদ উল্লাহ সেলিম (স্যার), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, রামগতি, লক্ষ্মীপুর । মোবাইল:০১৭৬৯-৭৬৫১৮২