রামগতি-কমলনগরঃ নামের আগে পরে বিতর্ক

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২০

সারোয়ার মিরন: রামগতি-কমলনগর কিংবা কমলনগর-রামগতি নিয়ে আসলে বিতর্ক সৃষ্টি করার কিছু নেই। এক সময় লক্ষ্মীপুর ফেনী জেলাও নেয়াখালী জেলার অধীনে ছিলো। কালক্রমে এখন তিনটি জেলাই স্বতন্ত্র নামে পরিচিত। এখন আর কেউ বৃহত্তর নোয়াখালী খুব একটা বলে না। এ বলা না বলাতে কোন পক্ষই বিরোধে জড়ায় না। স্বাভাবিকতাই মেনে নিয়েছে।

কাজে কর্মে, ধনে জ্ঞানে যে উপজেলা যত বেশি শক্তিশালী হবে মানুষ তথা সারাদেশ তাদেরকেই স্মরন করবে। তাঁদের কথা বলবে বেশি। স্থান প্রীতি বলেও একটা ব্যাপার আছে। সবাই চাইবে তার জন্মস্থানকে এগিয়ে রাখতে। এটা জন্মজাত। নিজ জন্মস্থানকে আগলে রাখবে। প্রচার প্রচারনা করবে। এমনটিই করা উচিত।

রামগতি বললে সাথে কমলনগর বলতে হবে কিংবা কমলনগর বললে রামগতি উচ্চারন করতে হবে- এমন দাবি অপাঙ্কতেয়। অচ্ছুত। এ বলা কওয়া নিয়ে বিভেদ করাটাও কাম্য নয়। উপজেলা দুটি যেহেতু স্বতন্ত্র সেহেতু এখানে বলা কওয়াতেও স্বতন্ত্রতা থাকবে। এটাই বিষয়। নির্বাচনী আসন যেহেতু একটা সেক্ষেত্রে সরকারি নথিপত্র মোতাবেকই হবে। লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর)- এখানে ব্যতিক্রম করার সুযোগ নেই। অন্য সকল ক্ষেত্রে যার যেভাবে সুবিধা তারা সেভাবেই বলবে। চাইবে। ব্যবহার করবে।

দাবি দাওয়া, উন্নয়ন চাওয়ায় এক উপজেলার ক্ষেত্রে অন্য উপজেলার মানুষ কোন দুঃখে চাইবে!! আন্দোলন করবে!! এটাতে বশ্য করার বিন্দুমাত্র সুযোগ নেই। কথা হলো হাততালি বা জনসমর্থন পাওয়ার লোভে নিয়ম বহির্ভুত ভাবে দুটি উপজেলার নাম একত্রে ব্যবহার করার দরকার পড়ে সেক্ষেত্রে ফাঁক ফোঁকর থেকে যায়। নিয়মের কথা সেখানে শিরোধার্য। দুটি উপজেলার নাম ব্যবহার করার ক্ষেত্রে চতুরতা কিংবা বক্ষিলতা করারও সুযোগ নেই। নিয়ম মেনেই হওয়া উচিত।

আলাদা আলাদা ব্যবহার করতে চাইলে এতো নিয়মনীতি, আগে পরে নিয়ে বিতর্কের সুযোগ নেই। কিচ্ছু বলা কওয়ারও থাকেনা। একত্রে ব্যবহারেই কথা থাকে। যা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এখানে নিয়মের ব্যত্যয় ঘটলে তা হবে সু কৌশলী নয়তো চাতুরতা বিশেষ। এখানে হেলাফেলা কিংবা খামখেয়ালি আচরন প্রকাশও কাম্য হতে পারেনা।

আশাকরি উপজেলা দুটি নিয়ে নামের আগে-পরে অবস্থানের সাইবার বিতর্কটার ইতি ঘটবে। স্বতন্ত্র কিংবা যৌথ নাম ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। ইচ্ছাকৃত ভাবে এ বিতর্ক উছকে দেয়া সুনাগরিকের পরিচয় বহন করবে না।

সম্পাদক, দেশালোক ডটকম