মাহে রমজানের সাহরী ও ইফতারের সময় সূচি প্রকাশ

Zobaer Zobaer

Hasan

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২১

দেশালোক: ইসলামিক ফাউন্ডেশন পবিত্র মাহে রমজানের সাহরী ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী পবিত্র মাহে ১৪৪২ হিজরী সনের রমজান মাস শুরু হবে ১৪এপ্রিল বুধবার। শেষ হবে ১৩মে। অর্থ্যাৎ ১৪মে পবিত্র ঈদুল ফিতর।

প্রথম রমজানের সাহরীর শেষ সময় ভোর ৪.১৫মিনিট এবং ইফতার সন্ধ্যা ৬.২৩ মিনিট। উক্ত সময় অনুযায়ী প্রতিটি রমজানের সময়ব্যাপ্তি হবে প্রায় আঠার ঘন্টা। শেষ রমজানের সাহরীর শেষ সময় ভোর ৩.৪৮মিনিট এবং ইফতার ৬.৩৬মিনিট।

ইসলামিক ফাউন্ডেশনের সময় সূচিতে আরো বলা হয়েছে, প্রথম রমজান চাঁদ দেখার উপর নির্ভরশীল। সাহরীর শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহি সাদিকের তিন মিনিট পূর্বে ধরা হয়েছে। এবং ফজরের ওয়াক্তের শুরু সুবহি সাদিকের তিন মিনিট পর রাখা হয়েছে। অতএব, সাহরীর সতর্কতামূলক শেষ সময়ের ৬মিনিট পর ফজরের আজান দিতে হবে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে তিন মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারন করা হয়েছে।

উক্ত সময় সূচি কেবলমাত্র ঢাকা ও আশপাশের জেলাসমূহের জন্য প্রযোজ্য হবে। দেশের অন্যান্য জেলাসমূহে সাহরী ও ইফতারে বেশ  কয়েক মিনিট যোগ-বিয়োগ করা হয়ে থাকে।