বাঁধের দাবিতে প্ল্যাকার্ড গলায় সংসদে আ.লীগ সাংসদ

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, জুন ১৬, ২০২১

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে নিজ এলাকার মানুষের দাবির কথা তুলে ধরেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের এক সংসদ সদস্য (এমপি)।

পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা বুধবার সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এভাবে দাবির কথা জানান।

‘আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না- বাঁধ চাই’ লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে বক্তব্য দেন সরকারদলীয় এই এমপি। উপকূলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য এলাকাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে নিজের গলায় প্লেকার্ড ঝুলিয়ে এভাবে বক্তব্য দেন তিনি। বলেন, ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত আমার নির্বাচনী এলাকার মানুষের কাছে আমি গিয়েছিলাম। তখন তারা এই প্ল্যাকার্ড ঝুলিয়ে তাদের দাবির কথা বলেছেন।