রামগতি সালতামামি: ফিরে দেখা ২০২১

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২১

২০২১ সালের পুরোটা সময় জুড়ে রামগতি উপজেলায় বহু ঘটনা-অনুঘটনার জন্ম হয়েছে। সাফল্যের পাশাপাশি হারিয়েছি অনেককেই। সন্মানিত পাঠকদের চলমান এ বছর জুড়ে ঘটে যাওয়া এসব বিষয়গুলোকে আরো একবার স্মরন করিয়ে দিতে চাই এ বছরের শেষ সময়লগ্নে। উল্লেখযোগ্য কয়েকটি পাঠকদের জন্য তুলে ধরা হলো। আজ এর প্রথম পর্ব:

মেঘনা বেড়ীবাঁধ প্রকল্প পাশ:

১জুন একনেক সভায় পাশ হয়েছে মেঘনার তীর সংরক্ষন বাঁধ প্রকল্প। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় তিন হাজার একশো কোটি টাকা। এর আগে পরিকল্পনা মন্ত্রনালয়ের সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে একনেক সভায় ৯নং প্রস্তাবনায় ছিলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় তিনি এ প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেন। এ প্রকল্পের আওতায় রামগতি কমলনগর উপজেলা দুটির মেঘনার ভাংগন কবলিত প্রায় একত্রিশ কিলোমিটার বাঁধের কাজ হবে।

আজাদ উদ্দিন চৌধুরীর জীবনাবসান:

কোভিড-১৯ করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রামগতি পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আজাদ উদ্দিন চৌধুরী। ১২ এপ্রিল (সোমবার) ভোর সাড়ে চারটায় ঢাকার বারডেম হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না—- রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর।

রামগতি পৌরসভা নির্বাচন:

রামগতি পৌরসভার মেয়র পদে দ্বিতীয়বারের মতো মেয়র পদে বিজয়ী হলেন এম মেজবাহ উদ্দিন। তিনি ২০১৫সালের নির্বাচনেও মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন। মেয়র পদে এম মেজবাহ উদ্দিন মোট ভোটারের প্রায় অর্ধেক ভোট পেয়েছেন। দশটি কেন্দ্রের সবগুলোতেই হয়েছেন প্রথম।

ইউপি নির্বাচন:

রামগতি উপজেলার তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২১মে (সোমবার) তিনটি ইউনিয়নের সবকটিতেই আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। ০২নং চর বাদাম ইউনিয়নে মো: শাখাওয়াত হোসেন জসিম, ০৪নং চর পোড়াগাছায় নুরুল আমিন (হাওলাদার) এবং ০৭নং চর রমিজে মো: মোজাহিদুল ইসলাম দিদার চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। এরমধ্যে শাখাওয়াত হোসেন জসিম এবং নুরুল আমিন হাওলাদার দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে মোজাহিদুল ইসলাম দিদার লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য ছিলেন।

১১নভেম্বর বৃহস্পতিবার: রামগতি উপজেলার ৯নং চরগাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো: তাওহীদুল ইসলাম সুমন। নৌকা প্রতিকে তিনি পেয়েছেন ১২৯৪৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল আলম রাসেল ঘোড়া প্রতিকে পেয়েছেন ১০৯১ ভোট।

 

বিদ্যুতের তারে আহত শিশু তামিম:

পল্লী বিদ্যুতের ছিড়ে পড়ে থাকা তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আড়াই মাস ধরে চিকিৎসাধীন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার তামিম ইকবাল (১২)।৪ সেপ্টেম্বর রাতে চর টগবি গ্রামে মেঘনার ভাংগনে পল্লী বিদ্যুতের একটি খুঁটি নদীতে ভেঙ্গে পড়ে। পরদিন ২৫ সেপ্টেম্বর সকালে তার ভাই মো: আশরাফ নিজে এবং আরো কয়েকজনের মাধ্যমে পল্লী বিদ্যুত অফিসে জানান। দু দিন সময় পার হলেও তারা কোন ব্যবস্থা নেননি। স্কুল থেকে ফিরে গোসল করতে যায় নদীতে। সেখানেই সে বিদ্যুতস্পৃষ্ট হয়।ক্ষতিপূরণ হিসেবে ১০কোটি টাকা কেন দেয়া হবে না তা জানতে চেয়েছেন উচ্চ আদালত। শিশু তামিমের বাবা মো: শাহাদাত হোসেন এর করা এক রীটের শুনানী শেষে উচ্চ আদালত এ রুল জারি করেন। পাশাপাশি তাৎক্ষনিক ক্ষতিপূরন হিসেবে ৫লক্ষ টাকা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ৬ ডিসেম্বর সোমবার আদালতে এ রীটের পক্ষে শুনানী করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়–য়া।

 

ইসলামী আন্দোলন এর নেতার মৃত্যু:

ইসলামী আন্দোলন রামগতি উপজেলা উত্তর শাখার সাধারন সম্পাদক মাওলানা মোঃ নোমান ইন্তেকাল (৩২)করেছেন।  ২১ আগস্ট শনিবার রাতে অসুস্থ হলে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।  সেখানেই ৯টার সময়  চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মরহুম মাওলানা মোঃ নোমান রামগতি পৌরসভার ২নং ওয়ার্ড নিবাসী আলহাজ মৌলভি হোসেন আহমেদ এর ছোট ছেলে। তিনি নোয়াখালী সদর উপজেলার আন্ডারচরে একটি মাদরাসার মুহতামিম হিসেবে দায়িত্বে ছিলেন।

 

–সংকলিত

-সারোয়ার মিরন, সম্পাদক ও প্রকাশক, দেশালোক ডটকম