রামগতিতে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২২

দেশালোক:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ মো: আলমগীর হোসেন এর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

১০ মার্চ, বৃহস্পতিবার সন্ধ্যায় রামগতি থানার অফিসার ইনচার্জের আমন্ত্রণে থানার অফিস কক্ষে রামগতি উপজেলা সাংবাদিক ইউনিটি’র নেতৃবৃন্দ এ মতবিনিময়ে অংশ নেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে রামগতি থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ কমে যাবে। আমরা সবাই রামগতি উপজেলাকে সবধরনের অপরাধ মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতায় এগিয়ে আসব। আমি চাই গণমাধ্যম কর্মীরা এ কাজে আমাকে সহযোগিতা করবেন। পাশাপাশি সাংবাদিকরা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরো জোরদার করার দাবি জানান।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রামগতি উপজেলা সাংবাদিক ইউনিটির সভাপতি রিয়াজ মাহমুদ বিনু (ডেইলি অবজারভার) ও সাধারণ সম্পাদক আমানত উল্যাহ (দৈনিক ইনকিলাব)। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল নোমান (দৈনিক বাংলাদেশ সময়), দেলোয়ার প্হোসেন (দৈনিক আজকালের খবর) সারোয়ার মিরন (দৈনিক রুপালীদেশ), ফিরোজ আলম পরশ (আমাদের অর্থনীতি), মো: জহির উদ্দীন (দৈনিক গণমুক্তি) সহ সাংবাদিক ইউনিটির সদস্যরা।