দুই সপ্তাহ পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি সুবর্ণচরে অপহৃত দুই শিশুর

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, মে ১৭, ২০২৪

আশরাফ আলী:

নোয়াখালীর সুবর্ণচর থেকে অপহৃত হওয়া দুই মাদরাসা শিক্ষার্থীর তেরো দিনেও কোনো খোঁজ মেলেনি।গত ৪ই মে’২৪ নিখোঁজ হন ফারহান(১১) ও নাজিম(১০) নামে দুই শিশু। তারা চর জুবলি ইউনিয়নের মধ্যভাগ্যা গ্রামের যথাক্রমে আব্দুজ জাহের ও নুর আলমের সন্তান। স্থানীয় তা’মিরুল মিল্লাত মডেল মাদরাসার পঞ্চম শ্রেণীর মেধাবী ছাত্র।

এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় বখাটে নাইম(২০) বেশকিছু দিন ধরে শিক্ষার্থীদের সাথে গোপনে সখ্যতা গড়ে তোলে। ঘটনার দিন দুপুর আনুমানিক ২:০০টায় ফুসলিয়ে তাদেরকে নিয়ে পালিয়ে যায়।

নিখোঁজ নাজিমের বাবা নুর আলমের দাবি, বখাটে নাইম বিভিন্ন যায়গায় শিশু পাচার করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।

নিখোঁজ ফারহানের মা হাসিনা জানান- বখাটে নাইম শিশুদের নিয়ে এলাকায় চুরিদারির ঘটনা ঘটায়।পরে গৃহস্তের শাস্তির ভয় দেখিয়ে তাদেরকে এলাকা থেকে ভাগিয়ে নিয়ে যায়।
তিনি আরো বলেন- আমরা শুনেছি সিলেটে অবস্থানরত নাইমের খালা “মালেকা বেগম” শিশু পাচার চক্রের সক্রিয় সদস্য।

সরেজমিনে দেখা যায়, বুকের আদরের ধনকে হরিয়ে নির্বিকার নাজিমের মা শাহীনুর বেগম।ছেলে অপহৃত হওয়ার পর থেকে নাওয়াখাওয়া বন্ধ মায়ের।

অন্যদিকে ফারহানের মায়ের চিৎকারে ভারি হয়ে উঠেছে এলাকা।হঠাৎ বেহুশ হয়ে যান তিনি।
যাকেই পান, ছেলের মুখ দেখতে আকুতি জানান মা হাসিনা।

স্থানীয় ইউপি মেম্বার মোঃ মন্জুর জানান- নাইম তার খালা মালেকা বেগমের বাসা সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ডে আছে মর্মে খবর পেয়েছি।তবে শিশু দুইটির ব্যাপারে কিছু জানা যায়নি।

নিখোঁজদের সন্ধান চেয়ে চরজব্বর থানায় সাধারণ ডায়েরি করেন অপহৃত শিশুদের পরিবার।কিন্তু গত তেরো দিনেও তাদের কোনো হদিস পায়নি থানা পুলিশ। এ ব্যপারে যোগাযোগ করতে চরজব্বর থানা অফিসার ইনচার্জের নম্বরে একাধিক বার কল করলেও ফোন রিসিভ হয়নি।