চেয়ারম্যান হলেন শরাফ উদ্দিন আজাদ: রামগতিতে বাতিল ভোট ২০ শতাংশ, সংঘর্ষে আহত-৬

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, মে ৯, ২০২৪

সারোয়ার হোসেন:
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বুধবার অনুষ্ঠিত নির্বাচনে লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শরাফ উদ্দিন আজাদ। কাপ-পিরিচ প্রতিকে তিনি পেয়েছেন ২৯৬৯৩ ভোট। তাঁর নিকটতম দু প্রতিদ্বন্ধী প্রার্থী রোকেয়া বেগম আনারস প্রতিকে ২৩৭৪৫ ভোট এবং আবদুল ওয়াহেদ দোয়াত-কলম প্রতিকে ১৮৯০৩ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মো: নাজিম উদ্দিন চশমা প্রতিকে ১৯৯২৯ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মর্জিনা বেগম হাঁস প্রতিকে ২৯১১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

৮মে রাত দশটায় উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটানিং অফিসার মাহবুব রোমান চৌধুরী স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফল বিবরণীর মাধ্যমে এ রাত নয়টায় এ ফলাফল ঘোষণা করেন।

উপজেলায় মোট ভোটার সংখ্যা ২০৯১৫৬। ৭০টি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন ৭৭৩৫৮ জন ভোটার। প্রদত্ত ভোটের হার ৩৯.৯৯শতাংশ। অন্যদিকে ভোট বাতিলের খাতায় রয়েছে রেকর্ড সংখ্যক ১৫৪৩০টি ভোট । এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৯৬৭, ভাইস চেয়ারম্যান পদে ৪৮০৮ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬৬৫৫টি ভোট বাতিলের খাতায় রয়েছে। যা মোট প্রদত্ত ভোটের প্রায় ২০শতাংশ।

পুরো উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চরগাজী ইউনিয়নের মধ্য চর আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিদ্বন্ধী দু চেয়ারম্যান প্রার্থী শরাফ উদ্দিন আজাদ এবং আবদুল ওয়াহেদ এর সমর্থকের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে দু পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছে। আহতরা হচ্ছেন আরমান, বাশার, জাফর, আশরাফুল ইসলাম, আবুল কাশেম, মো: সূজন।

রামগতি থানার অফিসার ইনচার্জ মো: মোসলেহ উদ্দিন জানান, শুধুমাত্র একটি কেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ অল্প সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনায় ভোট বন্ধের মতো পরিবেশ তৈরি হয়নি।