খাদ্য পরিবহন ঠিকাদার সমিতি নির্বাচন: সদস্য পদে প্রার্থী হলেন এম.জি ছারওয়ার Sarwar Sarwar Miran প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৪ দেশালোক: বাংলাদেশ খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির দ্বি-বার্ষিক (২০২৫-২০২৬) কার্যকরী সমিতির নিবার্চনে স্বতন্ত্র কার্যকরী সদস্য পদে প্রার্থী হয়েছেন রামগতি উপজেলা কৃতিজন এমজি ছারওয়ার। তিনি চট্টগ্রামস্থ রামগতি-কমলনগর উপজেলা সমিতির বর্তমান সভাপতি হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। সমিতির সার্বিক উন্নয়ন এবং সদস্যদের কল্যানে কাজ করার সুযোগ চেয়ে টিউবওয়েল মার্কায় ভোট চেয়েছেন। আগামী ৩০ নভেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত এ নির্বাচনে সারাদেশের প্রায় ৪শতাধিক ভোটার ১৮টি পদে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী দু বছরের জন্য তাদের নেতা নির্বাচন করবেন। এর মধ্যে লক্ষ্মীপুর জেলায় ভোটার রয়েছেন চারজন। উল্লেখ্য, এমজি ছারোয়ার দীর্ঘ দুই যুগ ধরে দেশের বানিজ্যিক রাজধানী চট্টগ্রামে সরকারি ও বেসরকারি বিভিন্ন পরিবহন ঠিকাদার ও ব্যবসায়ের সাথে অত্যন্ত সুনামের সাথে জড়িত রয়েছে। নিজ এলাকা চররমিজ ইউনিয়নেও একাধিক ব্যবসায়ের সাথে যুক্ত রয়েছেন। পাশাপাশি জনসেবায় রাখছেন ব্যাপক অবদান। পালন করছেন সামাজিক ও মানবিক নানান প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্বও। নির্বাচনে স্বতন্ত্র কার্যকরী সদস্য পদপ্রার্থী এমজি ছারওয়ার জানান, সমিতির মর্যাদা সমুন্নত ও সুষ্ঠু পরিবেশে সদস্যদের মধ্যে সম্প্রীতি রক্ষা ও সমিতির সার্বিক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নসহ ঠিকাদারদের স্বার্থ সংরক্ষণ, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখাসহ দুনীর্তি দূরীকরণে বিশেষ ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে আমি প্রার্থী হয়েছি। আমার বিশ্বাস আমার অতীত কর্মকান্ড, সুনাম ও সততা বিবেচনা করে ভোটাররা আমাকে নির্বাচিত করবেন। এ সময় তিনি সাধারণ মানুষের দোয়ার পাশাপাশি সমিতির সদস্যদের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন। SHARES উপকূল বিষয়: