‘ইসকন’কে রুখে দেওয়ার দাবিতে রামগতিতে হেফাজতের বিক্ষোভ

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৪

দেশালোক:
লক্ষ্মীপুরের রামগতিতে হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ হেফাজত ইসলাম রামগতি উপজেলা শাখা।

১৯ নভেম্বর, মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর আলেকজান্ডার বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রহমানিয়া জামে মসজিদ মিলনায়তনে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম রামগতি উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি উপজেলা পরিষদ জামেমসজিদ খতিব মাওলানা রিদওয়ান আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আতাহার আলী, সহ- সাধারণ সম্পাদক হাজীগঞ্জ বাজার জামেমসজিদের খতিব মাওলানা ইফতেখার আহমদ, সহ- সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব শরীফ, দোয়া মুনাজাত করেন মোহতামিম মাওলানা দিদার হোসাইন, এসময় বক্তারা বলেন হিন্দুত্ববাদী উগ্র জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে।

বক্তারা বলেন, ইতিমধ্যে তারা বাংলাদেশ সেনাবাহিনীসহ আইনশৃংখলা বাহিনীর উপর হামলা চালিয়েছে। এবং দেশ বিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে । তাদের এসব ধৃষ্টতা পূর্ণ কর্মকান্ড ও ষড়যন্ত্রের কারণে তাদর নিষিদ্ধ করতে হবে।

এ সময় বিভিন্ন মসজিদের খতিব, মাদ্রাসা শিক্ষকসহ বিপুল সংখ্যক তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।