রামগতিতে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু Sarwar Sarwar Miran প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, মে ১৬, ২০২৫ রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দেশালোক: লক্ষীপুরের রামগতিতে লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে মায়েশা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৫মে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার সময় চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, রাতে বাজার থেকে লিচু কিনে নিয়ে আসেন মায়েশার পিতা মো. এনাম। সেখান থেকে মেয়েকে কয়েকটি লিচু খেতে দেওয়া হয়। হটাৎ করে একটি লিচুর বিচি গলায় আটকে গিয়েছে বলে চিৎকার দেয় মায়েশা। এতে শ্বাসকষ্ট ও নানান শারীরিক জটিলতা দেখা দিলে পরিবারের লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায় শিশুটি। রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা ডা. মো. মাসুদ জাহান জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। শ্বাসনালীতে লিচুর বিচি আটকে যাওয়ায় সে মারা গেছে। SHARES আইন আদালত বিষয়: