রামগতিতে মোটরসাইকেল ধাক্কায় সাবেক স্কুল শিক্ষকের মৃত্যু Sarwar Sarwar Miran প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫ দেশালোক: লক্ষ্মীপুরের রামগতিতে মোটর সাইকেল চাপায় মাওলানা ওবায়দুল হক (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৫জুলাই (শনিবার) ভোর ৪টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসায় মারা যান তিনি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরমেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় বিষয়ের সাবেক এ সহকারি শিক্ষক গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয় রব রোডের পশ্চিম মাথায় মসজিদে মাগরিবের নামাজ পড়ে নিজ বাড়িতে আসছিলেন। এ সময় সোনাপুরগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নোয়াখালী সদর হাসপাতালে নেন। সেখান থেকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অন্যদিকে তিন মোটরসাইকেল আরোহী তিনজনের মধ্যে চালকসহ দুজন আহত হয়েছে বলেও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়। মৃত ওবায়দুল হকের বাড়ি চরপোড়াগাছা ইউনিয়নের চর নেয়ামত গ্রামের রব রোড এলাকায়। ২০১২সালে তিনি শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন বলে জানা যায়। মরহুমের ভাতিজা আব্বাস উদ্দিন জানান, গতকাল মাগরিবের নামাজের পর আলেকজান্ডার-সোনাপুর সড়কে মোটরসাইকেল এর ধাক্কায় চাচা মারাত্মকভাবে আহত হন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে মারা যান তিনি। পারিবারিকভাবে আমরা সিদ্ধান্ত নেব কীভাবে কী করা যায়। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন জানান, এ বিষয়ে কোন কিছু জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। SHARES আইন আদালত বিষয়: