রামগতি সফর নিয়ে সাংসদ মেজর মান্নানের স্ট্যাটাস

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০

দেশালোক ডেস্কঃ ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে রামগতি সফর নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাংসদ মেজর (অব) আবদুল মান্নান। পোস্টে তিনি সফরের বিস্তারিত তুলে ধরেন। এবং নিশ্চিত করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক মেঘনার ভাংগন রোধে একনেকে অপেক্ষ্যমান তিন হাজার   কোটি টাকার প্রকল্প নিয়ে বিশদ ব্যাখ্যা করবেন। এবং রামগতি কমলনগরের ভাংগন কবলিত পুরো এলাকা বাই এয়ার পরিদর্শন করবেন। রামগতির তিনটি স্থানে স্বশরীরে পরিদর্শন করে ক্ষয়ক্ষতি দেখবেন।

সাংসদের ফেসবুক পোস্টটি হুবহু  তুলে ধরা হলোঃ “রামগতি ও কমলনগরে নদী ভাঙ্গনে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে আমি এবং পানি সম্পদ মন্ত্রী কর্নেল জাহিদ ফারুক আগামী শুক্রবার সরজমিনে পরিদর্শন করবো। আমরা কমলনগরের লুদুয়া, রামগতির বালুর চর এবং চর আলগীসহ সর্বমোট তিনটি স্থান পরিদর্শন করবো। পানি সম্পদ মন্ত্রী মহোদয় নদীর তীরে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করার লক্ষ্যে ৩৬ কি.মি. এলাকা পর্যবেক্ষণ করবেন এবং নদী ভাঙ্গন রোধে গৃহীত ৩১১২ কোটি টাকার নিয়ন্ত্রণ বাঁধ প্রকল্পের ব্যাপারে পূর্ণাঙ্গ এবং বিশদ আলোচনা করবেন।”