লক্ষ্মীপুরে কারিগরি শিক্ষা বোর্ডের উপবৃত্তি বিষয়ক প্রশিক্ষণ

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২১

দেশালোক: লক্ষ্মীপুরে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের শিক্ষার্থীদের উপবৃত্তি বিষয়ক অনলাইন সফটওয়্যার (এমআইএস) বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১এপ্রিল (বৃহস্পতিবার) লক্ষ্মীপুর পলিটেকনিক ইনিস্টিটিউটের কনফারেন্স হলে আয়োজিত এ প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনিস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো: আলাউদ্দিন। প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রতিষ্ঠানটির এআইডিটি’র বিভাগীয় প্রধান মো: আলমগীর হোসেন এবং ডাটা প্রসেসর আবদুল ওয়াহেদ।

এ প্রশিক্ষন কর্মশালায় লক্ষ্মীপুর জেলার ১৪টি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চল্লিশজন শিক্ষক কর্মচারী অংশগ্রহন করেন।

উল্লেখ্য, কারিগরি শিক্ষাবোর্ডের শিক্ষার্থীদের উপবৃত্তি কার্যক্রম অনলাইনে সম্পাদন করার লক্ষ্যে নতুন সফটওয়্যার নির্মান কাজ চলছে। এ সফটওয়্যারের ব্যবহার বিধি সহজে বোধগম্য করার লক্ষ্যে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।