সারাদেশে একই নিয়মে খতমে তারাবিহ পড়া হোক

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২১

দেশালোক: ইসলামিক ফাউন্ডেশন এর নির্দেশনা অনুযায়ী সারাদেশে একই নিয়মে খতমে তারাবিহ পড়া হোক। তাহলে স্থান পরিবর্তনে খতমে তারাবিহতে মুসুল্লিদের কোরআন খতমের কোন ব্যত্যয় ঘটবে না।

ইসলামিক ফাউন্ডেশন নির্দেশিত পদ্ধতিটি হল- পবিত্র রমজানের প্রথম ছয় দিনে প্রতিদিন দেড় পারা করে নয় পারা। অবশিষ্ট্য একুশ দিনে একপারা করে একুশপারা পড়তে হবে। এতে করে সাতাশ রমজানে ত্রিশপারা খতমে তারাবিহ (পুর্নাঙ্গ) সম্পন্ন হবে।

সিংহভাগ রোজাদার স্থান পরিবর্তন জনিত কারনে একই স্থানে বা মসজিদে তারাবির নামাজ পড়তে পারেন না। বিভিন্ন মসজিদে ভিন্ন ভিন্ন অংশে খতমে তারাবিহ নামাজ পড়ানো হয় বলে একজন রোজাদারের খতমে তারাবিহ পুর্নাঙ্গ করা সম্ভব হয়না।

ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা মোতাবেক খতমে তারাবিহ নামাজ পড়ানো হলে রোজাদারদের পক্ষে পুর্নাঙ্গ খতমে কুরআনের সাথে নামাজ আদায় করতে পারবেন।

সুতরাং দেশব্যাপী একই নিয়মে খতমে তারাবিহ নামাজ পোড়ানো হোক।