লক্ষ্মীপুরে মাধ্যমিক শিক্ষকদের ৬দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, মে ২২, ২০২২

দেশালোকঃ

লক্ষ্মীপুরে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) কর্তৃক ছয় দিনব্যাপী ধারাবাহিক মূল্যায়ন সিএ প্রশিক্ষণ (৭ম ব্যাচ) অনুষ্ঠিত হয়েছে। ১৭মে শুরু হওয়া এ প্রশিক্ষণে লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলার বাংলা, ইংরেজি, বিজ্ঞান,  বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের মাধ্যমিক পর্যায়ের তিন শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

২২ মে (রোববার) বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয়ে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মতিন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষন সমন্বয়ক সুপ্রতীম কুমার সরকার, প্রধান প্রশিক্ষক ও রামগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার শরীফুল্লাহ আশ শামস,  লক্ষ্মীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার মোঃ মাকসুদ আলম, বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনার (বাংলা) ও লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবুল কাশেম খান।

জেলা শিক্ষা কার্যালয়ের আয়োজনে এ ধারাবাহিক মূল্যায়ন (সিএ) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে স্মরনিকা প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ শিক্ষা সহায়ক নানান কর্মসূচী পালন করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল মতিন প্রশিক্ষনার্থী শিক্ষকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।